বাঙালির বারো মাসের তেরো পার্বন। তার মধ্যে জামাইষষ্ঠী অন্যতম। আজকের দিনটা জামাইদের জন্য একটু স্পেশ্যাল। তার ওপর আরও ‘স্পেশ্যাল’ হয় জামাইরা যদি হয় তারকা।

বিয়ের পর এটাই প্রথম জামাইষষ্ঠী গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমার, নীল ভট্টাচার্য-তৃণা সাহা,ওম-মিমি, নীলাঞ্জন-ইমন, সৌরভ-ত্বরিতার। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী-রিদ্ধিমা ঘোষ।

গত বছর ডিসেম্বরে সাত পাঁকে বাধা পড়েছিলেন গৌরব-দেবলীনা। মেয়ে-জামাইয়ের জন্য আজকের দিনে আয়োজনে কোনও খামতি রাখেননি দেবাশিস কুমার ও তাঁর স্ত্রী দেবযানী কুমার। দেবযানী কুমার ডিজাইনার অভিষেক রায়ের কাছ থেকে ধুতি-পাঞ্জাবি ও কুর্তা-পাজামা কিনেছেন যা উপহার হিসাবে দেবেন জামাইকে। মেনুতে ছিল মোগলাই, চাইনিজ, বাঙালি তিন ধরণের খাবার। জামাইষষ্ঠী উপলক্ষে এদিন গৌরবের পরনে ছিল কালো রঙের তসরের ডিজাইনার পাঞ্জাবি। দেবলীনা কুমারের পরনে ছিল লাল ট্রাডিশনাল শাড়ি ও গলায় সোনার গয়না।


দীর্ঘ ১১ বছর সম্পর্কে থাকার পর গত ফেব্রুয়ারিতে বিয়ের পিড়িতে বসেন ‘তৃনীল’ জুটি।



জামাইষষ্ঠী স্পেশ্যালে নীলকে দেখা গিয়েছে জামাই বেশে।


ফেব্রুয়ারিতেই চারহাত এক হয়েছিল ওম সাহানি-মিমির। তাঁদের বিয়েতে হয়নি কন্যা সম্প্রদান। আজ বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী ওমের।

এদিন ওমের জন্য মেনুতে ছিল-শাশুড়ি মায়ের হাতে রান্না করা মাটন, ইলিশ, পাবদা সহ আরও অনেক কিছু। ওম শাশুড়ি মাকে উপহার হিসেবে দিয়েছেন শাড়ি।

চলতি বছরেই বিয়ে সেরেছেন ইমন-নীলাঞ্জন। ইমনের জেঠিমা-কাকিমা জমিয়ে রাঁধেছেন নীলাঞ্জনের জন্য।


ইমন জানিয়েছেন মাংস পছন্দ নয় দুজনেরই তাই মাছের হরেক রকম পদ ছিল দুপুরের মেনুতে।


সৌরভ-ত্বরিতার জামাইষষ্ঠী। মেনুতে ছিল ডাল, দু’রকম ভাজা, ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, আম, দই, মিষ্টি, স্যালাড।


গত মে মাসেই করোনায় মা-কে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এবার তাই মাকে ছাড়াই জামাইষষ্ঠী কাটল তাঁর। সমস্ত রীতিনীতি পালন করলেন অভিনেত্রীর বাবা। গৌরবকে জামাইষষ্ঠী খাওয়াতে কোনও ত্রুটি রাখেননি ঋদ্ধিমার বাবা। মেনুটা ছিল বেশ লম্বা, বাঙালিয়ানায় ভরপুর। ভাত, ডাল, মাছ, পোলাও,মাংস, চাটনি, দই, মিষ্টি, লুচি, সবকিছুই ছিল।

