তৃণমূল নেতা মুকুল রায়ের (Mukul Roy) কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার। তৃণমূলে (Tmc) যোগ দেওয়ার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে ‘ওয়াই’ ক্যাটিগরির নিরাপত্তার দেওয়া হয়েছে। এর পরেই কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিলেন মুকুল। বৃহস্পতিবার থেকে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা সরতে চলেছে।

দিন কয়েক আগে বিজেপি (Bjp) ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। শুক্রবার থেকে তাঁকে রাজ্য সরকারি নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিন্তু সেই সময় দেখা গিয়েছিল, তাঁর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও। মুকুল রায় জানিয়েছিলেন, কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছেন। তবে, জওয়ানদের কাছে কোনো নির্দেশ না আসায় তাঁরা ডিউটিতে ছিলেন। ফলে রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তায় ছিলেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার থেকে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা সরতে চলেছে।

মুকুল-পুত্র শুভ্রাংশুও (Shubranshu Ray) কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। শনিবার থেকে সেই নিরাপত্তাও সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
