Monday, August 25, 2025

বৈশাখী সম্পত্তি হাতানোর পর শোভনের প্রাণ সংশয়! স্বামীর নিরাপত্তা চাইবেন রত্না

Date:

Share post:

বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boisakhi Banerjee) ও তাঁর স্বামী মনজিত মণ্ডলকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুমকি দিয়েছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) এই অভিযোগ নিয়েই লালবাজারের (Lalbazar) দ্বারস্থ হয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের (Sovon Chatterjee) বিশেষ বান্ধবী রত্না চট্টোপাধ্যায়। এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের করে নিরাপত্তা চাইলেন বৈশাখী।

তাঁর কথায়, “রত্না চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আমাকে ও আমার স্বামীকে মারার হুমকি দিচ্ছেন। বলছেন, ল্যাম্পপোস্টে বেঁধে তিনি নাকি স্বামী-সহ আমাকে পেটাবেন।” একই সঙ্গে রত্নার বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব খাড়া করেছেন বৈশাখী। তাঁর দাবি, “রত্না চট্টোপাধ্যায় এখন শুধু তৃণমূলের একজন নেত্রী নন, উনি প্রভাবশালী বিধায়ক। আগেও অভিযোগ করেছিলাম, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

এদিকে, রত্নাদেবী তাঁর প্রতিক্রিয়াতে বলেন, “বৈশাখী বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারের কাছে নালিশ জানাতে গিয়েছেন। আমিও সব প্রশাসকের কাছে যাব। তাঁদের কাছে গিয়ে আমার স্বামী শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তার আর্জি জানাব।”

শোভন চট্টোপাধ্যায় তো গত চার বছর ধরে নিজের ইচ্ছাতেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। তাহলে কেন মনে হচ্ছে বৈশাখীর থেকে আপনার স্বামীর বিপদ হতে পারে? এ প্রসঙ্গে বৈশাখীর বিরুদ্ধে শোভনের সম্পত্তি হাতানোর অভিযোগ তোলেন রত্না। বলেন, “ছলে বলে কৌশলে শোভনের সম্পত্তি হাতিয়ে নেওয়াই ছিল বৈশাখী ও তাঁর স্বামীর আসল উদ্দেশ্য। সেই উদ্দেশে বৈশাখী সফল। এবার আমার স্বামীর প্রাণ সংশয় হতে পারে। তাই স্ত্রী হিসেবে শোভনবাবুর নিরাপত্তা চাইছি আমি।”

উল্লেখ্য, গতকাল, জামাইষষ্ঠীর দিন ফেসবুকে নিজের নামের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়কে জুড়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি ইংরেজিতে স্ট্যাটাস লিখেছেন, যার বাংলা তর্জমা, “আমি থেকে আমাদের পথ চলা শুরু হল।” আর এরপরই শোভন চট্টোপাধ্যায় জানালেন, তাঁর সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে উইল করে দিয়েছেন।

spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...