Tuesday, January 13, 2026

জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন ফিরহাদ হাকিম

Date:

Share post:

বুধবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে তিলোত্তমা-সহ রাজ্যের একাধিক এলাকা।সকাল থেকেই পুরপ্রশাসনের পক্ষ থেকে জলবন্দি এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুপুরে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে যান পুরপ্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি জানান, প্রতিটা লকগেট খুলে শহরের জল নামানোর কাজ চলছে। তবে গঙ্গায় ভাঁটা থাকায় জল যতটা নেমে যাওয়ার কথা ততটা নামেনি।”
বৃহস্পতিবার দুপুরে একবালপুরে বস্তি অঞ্চলগুলিতে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সেখানে ফিরহাদ হাকিম বলেন, “অনেকের বাড়িতে জল ঢুকে গেছে। সব স্কুল খুলে দেওয়ার জন্য ওসিকে পাঠিয়েছি। স্কুল খুলে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে ও জল দেওয়া হবে।” অন্যদিকে জল জমেছে, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্ক সার্কাস, বেহালা, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও ,সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকের রাস্তাও সম্পূর্ণ জলের তলায়। ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। অন্যদিকে, টানা বৃষ্টির জেরে দ্বারকেশ্বরের জলস্তর বেড়ে থৈ থৈ আরামবাগ। উত্তরপাড়ার বেশ কিছু জায়গা জলমগ্ন। শহরের একাধিক জায়গায় জল জমেছে। উত্তরপাড়া কাঁঠাল বাগান বাজারের রেল লাইনের কালভার্টের তলায় জল জমে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ। মাখলা এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন দিয়ে যাতায়াত করছে। সকাল থেকেই বিষয়টি তদারক করছেন আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী। তিনি জানান, ওই সমস্ত পরিবারগুলি জন্য খাবার ও অন্যান্য জিনিসের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

spot_img

Related articles

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...

বাংলায় এসআইআর নিয়ে দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর 

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR)নাম করে হয়রান করা হচ্ছে বাংলার মানুষকে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি...

ওটিটিতে আসছেন কৌশানী-শ্রাবন্তী, পুরুলিয়ায় পাড়ি একেনের 

২০২৬ এর বাংলা বিনোদন জগতে জুড়ে একের পর এক চমক। চলতি বছরে একাধিক বিগ বাজেট ছবি মুক্তির কথা...