Friday, August 22, 2025

বিজেপির বৈঠকে আদি-নব্য লড়াই প্রকাশ্যে, আক্রমণে জেরবার শিব-অরবিন্দ-অমিত

Date:

Share post:

শুক্রবার সকালে সেন্ট্রাল এভিনিউয়ে বিজেপি পার্টি অফিসের সামনে পোস্টার। পোস্টারে লেখা ‘গো ব্যাক কৈলাশ’। দিল্লির পরিযায়ী নেতাদের নিয়ে দলীয় কর্মীদের মানসিকতা কী, সেটা স্পষ্ট এই ছবিতেই। আর বৃহস্পতিবার দলীয় বৈঠকের মেজাজও ছিল এইরকম। আদি-নব্য লড়াই চলে আসে প্রকাশ্যে। অভিযোগের বহর শুনে তিন কেন্দ্রীয় নেতা বেজায় বিপর্যস্ত হন।

ভোটের মুখে দিল্লির নেতারা যেভাবে দলবদলুদের নিয়ে নাচানাচি করেছেন, তা মোটেই পছন্দ হয়নি দলের নেতাদের। বৈঠকে সরাসরি শিব প্রকাশকে লক্ষ্য করে প্রশ্ন ছোড়া হয়েছে। অভিযোগ উঠেছে মুকুল-কৈলাশের ‘ আনহোলি নেক্সাস’ নিয়ে। কেউ কেউ চার্টার্ড ফ্লাইটে করে তৃণমূল নেতাদের দলে নেওয়ার কথা তুলে বলেছেন, এরা ঠিক দলে কোন ধরনের সম্পদ?

বৈঠকে শিব প্রকাশ ছাড়াও ছিলেন অরবিন্দ মেনন ও ট্যুইট মাস্টার অমিত মালব্য। বাংলার মাটি সম্বন্ধে তাঁদের ধ্যান-ধারনা যে নেহাতই শিশুসুলভ, সে কথাও সরাসরি বলেছেন রাজ্য বিজেপির এক জাঁদরেল নেতা। তিনি একের পর এক প্রশ্ন তুলেছেন প্রার্থী চয়ন নিয়ে। ১০০ -র বেশি দলবদলুকে প্রার্থী করায় বেমক্কা হারের অভিযোগ করেন তিনি। রাঢ় বাংলার এক নেতা তো স্পষ্ট বলেছেন, জনতার অভাবে জনসভা বাতিল হওয়া দেখেও দিল্লি কেন বুঝতে পারল না আসল চিত্রটা?

বাংলার সংগঠনের দায়িত্বে ছিলেন শিব প্রকাশ আর প্রার্থী বাছাইয়ে দায়িত্ব পালন করেছেন কৈলাশ বিজয়বর্গী। বৈঠকে থাকলে কৈলাশের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পরিকল্পনাও ছিল বেশ কিছু নেতাদের। কৈলাশের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রার্থী করার পরিবর্তে টাকা গুনতে হওয়ার মারাত্মক অভিযোগও কেউ কেউ ঘুরিয়ে বলেছেন। কৈলাশ না থাকায় কৈলাশ ঘনিষ্ঠ অরবিন্দ মেননকে আক্রমণ ও প্রশ্নের মুখে পড়তে হয়। কেন দলে সদ্য আসা এক নেতাকে গুরুত্ব পেলেন, আর সংগঠন তৈরি করলেন যে নেতারা, তাদের কেন উপেক্ষা করা হলো? রাজ্যের এক সাধারণ সম্পাদকের প্রশ্নে কার্যত বিব্রত হন মেনন। দিল্লির নেতাদের দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

দলের এক সিনিয়র নেতা বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অতি ব্যবহার করে লঘু করে দেওয়া হয়েছে। মমতা বনাম মোদি যুদ্ধ তৈরি করা হয়েছে। সেই যুদ্ধে প্রধানমন্ত্রী হেরেছেন। আর এখন ইয়াসের মিটিং বা প্রাক্তন মুখ্যসচিবকে নিয়ে যা যা করা হচ্ছে তাতে বিজেপির উপর মানুষের বিরক্তি বাড়ছে। অবিলম্বে এসব বন্ধ করা হোক।

দলের পরবর্তী বৈঠকে জেলা ও মণ্ডল নেতারা থাকবেন। সেই বৈঠকে আদি-নব্য লড়াই যে আরও প্রকাশ্যে চলে আসবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নিয়মবিধি মেনে স্টুডিও পাড়ায় শুরু শুটিং

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...