Tuesday, August 26, 2025

আইনজীবী সঞ্জয়ের চিঠির পর মামলা কি রাখবেন বিচারপতি চন্দ?

Date:

Share post:

Nandigram মামলা নিয়ে চর্চা তুঙ্গে। শুক্রবার দিনভর চাপানউতোরের পর শনিবারও মূল প্রশ্ন, Mamata Banerjee র আইনজীবী Sanjay Basu প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছেন, তার পরে কি এই মামলা Justice Kaushik Chanda নিজের হাতে রাখবেন? সঞ্জয়বাবু প্রথম থেকেই এই মামলায় BJP র উপর চাপ বাড়িয়েছেন। চিঠির ছত্রে ছত্রে তিনি দেখিয়েছেন বিচারপতি চন্দের বিজেপির প্রতি দুর্বলতা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতা। ফলে নন্দীগ্রাম মামলায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আদালতের সূত্র বলছে, সঞ্জয়বাবুর মোক্ষম চিঠি এবং আনুষঙ্গিক বিতর্কের পর দুটি পথ খোলা। 1) বিচারপতি কৌশিক চন্দ নিজেই এই মামলা ছেড়ে দেবেন। 2) বিচারপতি চন্দ মামলাটি নিয়ে এগোবেন, কিন্তু সেক্ষেত্রে জনমানসে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবেই। আইনজীবী সঞ্জয় বসু এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। তৃণমূল বলছে, বিচারপতি, আদালত, বিচার ব্যবস্থাকে সম্মান করি। করি বিচারপতি চন্দের ক্ষেত্রে যেহেতু বিজেপি যোগ প্রমাণিত, তাই তাঁর ব্যক্তিগত দুর্বলতা যদি বিচারে ছাপ ফেলে তাই মামলাটি সরানো প্রয়োজন। সঞ্জয় বসুর চিঠির বয়ান এতটাই যুক্তি ও তথ্যনির্ভর যে বিষয়টি নিয়ে সর্বোচ্চ মহলে শোরগোল চলছে। তিনি দেখিয়েছেন বিচারপতি চন্দ বিচারপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রুষ্ট থাকার কারণ আছে। বিচারপতি চন্দ যদি নিরপেক্ষভাবেও বিচারে বসেন, তাহলেও বিষয়টি আমজনতার চোখে দৃষ্টিকটূ হয়ে যাবে। প্রশ্ন, মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি চন্দ কি মামলা নিয়ে এগোবেন নাকি নিজে থেকেই মামলাটি ছেড়ে দেবেন? জল্পনা বাড়ছে। বিচারপতি চন্দের ঘনিষ্ঠমহল বলছে তিনি নিরপেক্ষভাবেই বিচার করতেন। কিন্তু তাঁর অতীতের বিজেপিঘনিষ্ঠতার ছবি ইত্যাদি প্রকাশের পর মানুষ বিভ্রান্ত। তিনি নিজেও বিরক্ত। তবে ঠিক কী সিদ্ধান্ত নেবেন তা এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...