Monday, November 10, 2025

আইনজীবী সঞ্জয়ের চিঠির পর মামলা কি রাখবেন বিচারপতি চন্দ?

Date:

Share post:

Nandigram মামলা নিয়ে চর্চা তুঙ্গে। শুক্রবার দিনভর চাপানউতোরের পর শনিবারও মূল প্রশ্ন, Mamata Banerjee র আইনজীবী Sanjay Basu প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছেন, তার পরে কি এই মামলা Justice Kaushik Chanda নিজের হাতে রাখবেন? সঞ্জয়বাবু প্রথম থেকেই এই মামলায় BJP র উপর চাপ বাড়িয়েছেন। চিঠির ছত্রে ছত্রে তিনি দেখিয়েছেন বিচারপতি চন্দের বিজেপির প্রতি দুর্বলতা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতা। ফলে নন্দীগ্রাম মামলায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আদালতের সূত্র বলছে, সঞ্জয়বাবুর মোক্ষম চিঠি এবং আনুষঙ্গিক বিতর্কের পর দুটি পথ খোলা। 1) বিচারপতি কৌশিক চন্দ নিজেই এই মামলা ছেড়ে দেবেন। 2) বিচারপতি চন্দ মামলাটি নিয়ে এগোবেন, কিন্তু সেক্ষেত্রে জনমানসে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবেই। আইনজীবী সঞ্জয় বসু এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। তৃণমূল বলছে, বিচারপতি, আদালত, বিচার ব্যবস্থাকে সম্মান করি। করি বিচারপতি চন্দের ক্ষেত্রে যেহেতু বিজেপি যোগ প্রমাণিত, তাই তাঁর ব্যক্তিগত দুর্বলতা যদি বিচারে ছাপ ফেলে তাই মামলাটি সরানো প্রয়োজন। সঞ্জয় বসুর চিঠির বয়ান এতটাই যুক্তি ও তথ্যনির্ভর যে বিষয়টি নিয়ে সর্বোচ্চ মহলে শোরগোল চলছে। তিনি দেখিয়েছেন বিচারপতি চন্দ বিচারপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রুষ্ট থাকার কারণ আছে। বিচারপতি চন্দ যদি নিরপেক্ষভাবেও বিচারে বসেন, তাহলেও বিষয়টি আমজনতার চোখে দৃষ্টিকটূ হয়ে যাবে। প্রশ্ন, মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি চন্দ কি মামলা নিয়ে এগোবেন নাকি নিজে থেকেই মামলাটি ছেড়ে দেবেন? জল্পনা বাড়ছে। বিচারপতি চন্দের ঘনিষ্ঠমহল বলছে তিনি নিরপেক্ষভাবেই বিচার করতেন। কিন্তু তাঁর অতীতের বিজেপিঘনিষ্ঠতার ছবি ইত্যাদি প্রকাশের পর মানুষ বিভ্রান্ত। তিনি নিজেও বিরক্ত। তবে ঠিক কী সিদ্ধান্ত নেবেন তা এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...