Thursday, May 15, 2025

বিজ্ঞাপন দিয়ে অনুশাসনের বার্তা চিনের শাসকদলের

Date:

Share post:

করোনার জেরে বিশ্বের সামনে রীতিমতো অস্বস্তিতে চিন (China)। আমেরিকার-সহ বহু দেশে চিনকেই বিশ্বে করোনা ছড়ানোর জন্য দায়ী করেছে। কেউ আবার এক পা এগিয়ে এটা চিনের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে দেশের মানুষের মনোবল বৃদ্ধি করতে এবং কমিউনিস্ট পার্টির উপরে আস্থা রাখতে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে প্রচার চালাচ্ছে সে দেশের শাসকদল। চিনের কমিউনিস্ট (communist) পার্টির শতবর্ষ উদ্‌যাপনের আগে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে শাসকদলের আর্জি, “দলকে মেনে চলুন”, “ভদ্র আচরণ করুন”। ব্যানার থেকে বিলবোর্ড, এমনকী জায়েন্ট স্ক্রিনেও (Screen) এই বার্তা দিয়ে ভরে দেওয়া হয়েছে গলি থেকে রাজপথ। পয়লা জুলাই থেকে শুরু হবে উদ্‌যাপন। তার আগে দলের তরফে এই উদ্যোগ নজর কেড়েছে কূটনৈতিক মহলের।

কড়া নজরদারির মধ্যেও বেসুরো নাগরিকদের একাংশ। তিয়েনয়ানমেন স্কোয়ারের বিক্ষোভই হোক বা উহানে করোনার খবর- চিনের প্রাচীর পেরিয়ে প্রায়ই বাইরে বেরিয়ে আসছে। প্রশ্ন উঠেছে চিনা কমিউনিস্ট পার্টির বিভিন্ন নীতি নিয়েও। এই প্রেক্ষিতেই কমিউনিস্ট পার্টির শতবর্ষে নাগরিকদের উদ্দেশে এই বার্তা বলে মনে করছে কূটনীতিক মহল। অনেকের মতে, শি জিনপিং সরকার পরোক্ষে মেনে নিচ্ছে দেশবাসীর অসন্তোষের খবর।

চিনের বিভিন্ন প্রদেশের ব্যস্ত এলাকায় নজরে পড়ছে বিজ্ঞাপনগুলি। বড় ব্যানারে লাল রঙে লেখা ‘১০০’ ও সঙ্গে কমিউনিস্ট পার্টির প্রতীক। যে সব জায়গায় বিলবোর্ডের লাগানো সম্ভব নয়, সেখানে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। তাতে ‘পিপল‌্‌স লিবারেশন আর্মি’র ছবি। সঙ্গে নাগরিকদের উদ্দেশে বার্তা। দলের প্রতিষ্ঠার কাহিনি নাগরিকদের সামনে তুলে ধরতে একটি ছায়াছবিও মুক্তির অপেক্ষায়।

spot_img

Related articles

রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে আচার্যর আপত্তি কেন? দেখবে বিচারপতি ললিতের কমিটি

রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose) আপত্তির কারণ...

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...