Wednesday, January 7, 2026

বিজ্ঞাপন দিয়ে অনুশাসনের বার্তা চিনের শাসকদলের

Date:

Share post:

করোনার জেরে বিশ্বের সামনে রীতিমতো অস্বস্তিতে চিন (China)। আমেরিকার-সহ বহু দেশে চিনকেই বিশ্বে করোনা ছড়ানোর জন্য দায়ী করেছে। কেউ আবার এক পা এগিয়ে এটা চিনের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে দেশের মানুষের মনোবল বৃদ্ধি করতে এবং কমিউনিস্ট পার্টির উপরে আস্থা রাখতে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে প্রচার চালাচ্ছে সে দেশের শাসকদল। চিনের কমিউনিস্ট (communist) পার্টির শতবর্ষ উদ্‌যাপনের আগে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে শাসকদলের আর্জি, “দলকে মেনে চলুন”, “ভদ্র আচরণ করুন”। ব্যানার থেকে বিলবোর্ড, এমনকী জায়েন্ট স্ক্রিনেও (Screen) এই বার্তা দিয়ে ভরে দেওয়া হয়েছে গলি থেকে রাজপথ। পয়লা জুলাই থেকে শুরু হবে উদ্‌যাপন। তার আগে দলের তরফে এই উদ্যোগ নজর কেড়েছে কূটনৈতিক মহলের।

কড়া নজরদারির মধ্যেও বেসুরো নাগরিকদের একাংশ। তিয়েনয়ানমেন স্কোয়ারের বিক্ষোভই হোক বা উহানে করোনার খবর- চিনের প্রাচীর পেরিয়ে প্রায়ই বাইরে বেরিয়ে আসছে। প্রশ্ন উঠেছে চিনা কমিউনিস্ট পার্টির বিভিন্ন নীতি নিয়েও। এই প্রেক্ষিতেই কমিউনিস্ট পার্টির শতবর্ষে নাগরিকদের উদ্দেশে এই বার্তা বলে মনে করছে কূটনীতিক মহল। অনেকের মতে, শি জিনপিং সরকার পরোক্ষে মেনে নিচ্ছে দেশবাসীর অসন্তোষের খবর।

চিনের বিভিন্ন প্রদেশের ব্যস্ত এলাকায় নজরে পড়ছে বিজ্ঞাপনগুলি। বড় ব্যানারে লাল রঙে লেখা ‘১০০’ ও সঙ্গে কমিউনিস্ট পার্টির প্রতীক। যে সব জায়গায় বিলবোর্ডের লাগানো সম্ভব নয়, সেখানে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। তাতে ‘পিপল‌্‌স লিবারেশন আর্মি’র ছবি। সঙ্গে নাগরিকদের উদ্দেশে বার্তা। দলের প্রতিষ্ঠার কাহিনি নাগরিকদের সামনে তুলে ধরতে একটি ছায়াছবিও মুক্তির অপেক্ষায়।

spot_img

Related articles

রাজ্যে শীতল দিনের শুরু: কুয়াশায় দাপটের দোসর পারদ পতন

দক্ষিণ বঙ্গে শীতল দিনের সতর্কতা ছিলই। বুধবার সকাল থেকে সেই কথা হাড়ে হাড়ে টের পেল দক্ষিণবঙ্গের আট জেলা।...

প্রবল শীতেও জলাশয় ছাড়ছে না জলহস্তী! সঙ্গিনীর শোক নাকি অন্যকিছু, চিন্তায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ 

তাপমাত্রার পারদ নিম্নমুখী, শীতলতম দিন হিসেবে প্রায় রোজই নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে কাঁপছে কলকাতা। কিন্তু এনার কোনও হেলদোল...

শুনানি নিয়ে চাপ বাড়ালো নির্বাচন কমিশন, তারপরই মৃত্যু BLO সরকারি কর্মীর

নিজেদের টার্গেট পূরণ করতে চাপ বিএলও থেকে জেলা নির্বাচন আধিকারিকদের উপর। যতবার এভাবে রাজ্যের সরকারি কর্মী, বিএলও-র (BLO)...

নেতাই দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা মমতার, প্রণাম জানালেন অভিষেকও

নেতাই হত্যাকাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কফিনে শেষ পরেকটা পুঁতে দিয়েছিল। গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছিল...