Tuesday, January 13, 2026

সিংহের দেহেও মিলল করোনার ডেল্টা প্রজাতির অস্তিত্ব

Date:

Share post:

এবার করোনার ডেল্টা প্রজাতির খোঁজ মিলল সিংহের দেহেও। চেন্নাইয়ের চিড়িয়াখানায় ৯টি করোনা আক্রান্ত সিংহের মধ্যে ৪টির দেহে করোনাভাইরাসের এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। আরিগনগর অন্না জুলজিকাল পার্কের ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন,  করোনার দ্বিতীয় ঢেউয়ে এই স্ট্রেনে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ।

ভোপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি ডিজিড'(NIHID)-তে ১১টি সিংহের দেহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ৩ জুন তাঁর মধ্যে ৯টি সিংহের দেহে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে একটি সিংহী এবং একটি সিংহ চলতি মাসের গোড়ায় মারা যায়। এনআইএইচএসএডি-র রিপোর্ট জানাচ্ছে, ৯টি সিংহের মধ্যে ৪টির দেহে করোনাভাইরাসের বি.১.৬১৭.২ প্রজাতির অস্তিত্ব মিলেছে। এই প্রজাতির নাম ‘ডেল্টা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এক বিবৃতিতে জুলজিকাল পার্কের ডেপুটি ডিরেক্টর ৪টি সিংহের শরীরে ‘ডেল্টা’ প্রজাতির অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, মে মাসের গোড়ায় প্রথম তেলঙ্গানার হায়দরাবাদের নেহরু চিড়িয়াখানার ৮ সিংহের মধ্যে কোভিড সংক্রমণ মিলেছিল। হাঁচি, খাবারে অনীহা ইত্যাদি লক্ষণ দেখেই নাক এবং গলা থেকে নমুনা নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল। তাতেই করোনার রিপোর্ট পজিটিভ এসেছিল। এর আগেও দেশের একাধিক চিড়িয়াখানায় পশুদের দেহে করোনাভাইরাসের খোঁজ মিলেছিল। ভারতে সিংহদের শরীরে থাবা বসানোর আগে বিদেশের একাধিক চিড়িয়াখানায় করোনা থাবা বসিয়েছিল। বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, পশুদের দেহে করোনা ছড়ায় মানুষের কাছ থেকেই। চিকিৎসকদের একাংশের দাবি, দেশে দ্বিতীয় ঢেউ প্রভাবিত করেছিল করোনার ডেল্টা স্ট্রেন। সেই স্ট্রেন সিংহদের দেহে থাবা বসানোয় চিন্তা বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের।

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...