Saturday, November 29, 2025

শীর্ষ নেতৃত্বের জরুরি তলব, আজ ফের দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

Date:

Share post:

ভোট-পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে বিজেপি(BJP)। আর বিজেপির সুরে সুর মিলিয়ে আরও বেশি সক্রিয় রাজ্যপাল(governor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই দিল্লি সফর করে এসেছেন তিনি। রাজ্যপালের সেই সফরের পর সোমবার দিল্লি যাওয়ার ডাক এলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)। জানা গেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের ডাকে আজ দিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে এদিন বিশদে আলোচনা হতে পারে তাঁর।

আরও পড়ুন:দিল্লি থেকে ফিরেই ফের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল! জল্পনা রাজনৈতিক মহলে

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে সেবার অবগত করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দিল্লি সফরের পর দিল্লি উড়ে যান রাজ্যপাল জাগদীপ ধনকড়। আলাদা আলাদা ভাবে সেখানে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও কয়লা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও একপ্রস্থ বৈঠক হয় রাজ্যপালের। তিনি দিল্লি ফেরার পর রবিবার সন্ধ্যায় ফের একবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে আজ শুভেন্দুর দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলের স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। যদিও রাজ্যের বিরোধী দলনেতার এই দিল্লি সফর ইস্যুতে স্পষ্ট করে কিছুই প্রকাশ্যে আনেনি বঙ্গ বিজেপি। তবে অনুমান করা হচ্ছে, ভোট-পরবর্তী হিংসা সহ বঙ্গে বিজেপির রাজনৈতিক পথ কোন পথে প্রশস্ত হবে তা নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে।

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...