দু’টি আলাদা সংস্থার Vaccine প্রয়োগে বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা! কী বলছে হু

দু’টি আলাদা সংস্থার ভ্যাকসিন নিলে বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি বিশ্বের বেশ কিছু দেশে নাগরিকদের দু’রকম ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে। মালয়েশিয়াতেও এমনটাই করা হয়েছে। সে দেশে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ফাইজারের ভ্যাকসিন মিলিয়ে মানবদেহে প্রয়োগ করা হচ্ছে।

দু’টি আলাদা সংস্থার ভ্যাকসিন প্রয়োগ নিয়ে হু-এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামিনাথন বলেছেন, “এতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দৃঢ় হচ্ছে।” তবে হু-এর প্রধান বিজ্ঞানী সতর্ক করে এও জানিয়েছেন, দু’টি আলাদা সংস্থার ভ্যাকসিন নিলে তার পার্শ্ব প্রতিক্রিয়াও হচ্ছে বেশি। জ্বর এবং অন্যান্য প্রতিক্রিয়া হচ্ছে অনেক বেশি।

আরও পড়ুন-দিল্লি থেকে ফিরেই ফের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল! জল্পনা রাজনৈতিক মহলে

পাশাপাশি বুস্টার’এ ভরসা নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনাভাইরাস টিকার দু’টি ডোজ নেওয়ার পর আরও একটি ভ্যাকসিন নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় বলে দাবি করছেন বিজ্ঞানীদের একাংশ। এই তৃতীয় ভ্যাকসিনটিকে বলা হচ্ছে ‘বুস্টার শট’। হু-এর প্রধান বিজ্ঞানর দাবি, “এই বুস্টার শট-এর উপর এখনই ভরসা করা ঠিক নয়। কারণ করোনা রুখতে এটি আদৌ কার্যকরী কি না তা এখনই বলা যাচ্ছে না।”

 

Previous articleদিল্লি থেকে ফিরেই ফের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল! জল্পনা রাজনৈতিক মহলে
Next articleশীর্ষ নেতৃত্বের জরুরি তলব, আজ ফের দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী