ক্যাটরিনাকে নিয়ে ছবি প্রযোজনা করতে গিয়ে দেউলিয়া হয়ে গিয়েছিলেন জ্যাকি শ্রফ

ছবি প্রযোজনা (producer) করতে গিয়ে প্রায় পথের ভিখারি হয়ে গিয়েছিলেন জ্যাকিশ্রফ (Jacky shroff)। রাতারাতি দেউলিয়া হয়ে গেছিলেন জ্যাকিশ্রফ দম্পত্তি। সেই প্রথম সেই শেষ । আর তারা কোন দিনই প্রযোজনার পথে পা বাড়াননি।

অভিনেতা জ্যাকি শ্রফ এবং তাঁর স্ত্রী আয়েশা শ্রফ শখ করে একটি প্রযোজনা করতে গেছিলেন। ছবির নাম ‘ ছিল ‘বুম’। ডার্ক কমেডি ছবি । ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ছবিটি ছিল প্রযোজক হিসেবে আয়েশা শ্রফের ডেবিউ এবং নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফের (katrina kaif)ডেবিউ। কিন্তু বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে। বিরাট অঙ্কের টাকার ক্ষতি হয় শ্রফ পরিবারের। কার্যত ওই একটি ছবির কারণে রাতারাতি দেউলিয়া হয়ে যেতে হয়েছিল ওই সেলেব কাপলকে। নিজেদের বাড়ি বিক্রি করতে হয়েছিল। ছেলে মেয়ে সংসার নিয়ে উঠে যেতে হয়েছিল ছোট একটি বাড়িতে। সে সময় ছেলে টাইগার এবং মেয়ে কৃষ্ণা যদিও খুবই ছোট।

 

জ্যাকি জানিয়েছেন, পরবর্তীকালে ছেলে টাইগার (tigershroff) যখন বলিউডে প্রতিষ্ঠিত হয় তখন ছোটবেলায় বাধ্য হয়ে বেচে দেওয়া সেই বাড়ি তিনি কিনতে চেয়েছিলেন। যদিও আয়েশা আর রাজি হননি। তিনি বলেছিলেন, “যা গেছে তা যেতে দাও।” তবে মায়ের জন্য একটি বাড়ি কিনেছেন টাইগার। তাতে রয়েছে আটটি বেডরুম।