Friday, December 19, 2025

জ্বালানির করের টাকায় করোনায় মৃত পরিবারকে ক্ষতিপূরণ দিক কেন্দ্র,তোপ রাহুলের

Date:

Share post:

পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী । দিন যত গড়াচ্ছে, জ্বালানির দাম তত বাড়ছে। আর জ্বালানির করের টাকায় রাজকোষ পূর্ণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের । এবার সেই করের টাকায় করোনার মৃত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তাঁর জিজ্ঞাসা, কেন্দ্র পেট্রল-ডিজেল থেকে চার লক্ষ কোটি টাকা কর পাচ্ছে। তাহলে করোনায় মৃতদের ক্ষতিপূরণের জন্য আলাদা তহবিল হবে না কেন?

মঙ্গলবার চাঁচাছোলা ভাষায় কেন্দ্রের সমালোচনা করেন রাহুল গান্ধী । তিনি জানান, যারা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন , কেন্দ্রের আদায় করা জ্বালানির করের টাকার মধ্যে তাদের টাকাও আছে। তাহলে কেন মৃতের পরিবার সেই জ্বালানির করের টাকায় ক্ষতিপূরণ পাবে না? কেন তাদের ক্ষতিপূরণের জন্য পৃথক তহবিল গঠন করতে হবে? এই প্রশ্নও তুলেছেন রাহুল।

মঙ্গলবার করোনার ‘মিস-ম্যানেজমেন্ট’ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করে কংগ্রেস (Congress)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, করোনা শুধু একটি জৈবিক রোগ নয়। এর প্রভাব অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী। অথচ এই বিষয়ে বিরোধীদের কথায় কর্ণপাত করছে না মোদি সরকার। অথচ তাদের উচিত বিরোধীদের কথা শোনা এবং করোনার তৃতীয় ঢেউয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া।

প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, কোভিডের (Covid-19) দ্বিতীয় ঢেউ যদি খারাপ হয়ে থাকে, তাহলে করোনার তৃতীয় ঢেউ আরও ভয়াবহ পরিস্থিতির সামনে আমাদের দাঁড় করাবে। আর সেই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে সরকারকে সাহায্য করার জন্যই এই শ্বেতপত্র প্রকাশ করেছে কংগ্রেস।

প্রাক্তন কংগ্রেস সভাপতির দাবি, করোনার দ্বিতীয় ঢেউ অনেক অনভিপ্রেত মৃত্যু ডেকে এনেছে । হয়তো সতর্ক থাকলে তা এড়ানো যেত। রাহুল জানিয়েছেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন যে করোনায় মৃতের তালিকায় যেমন প্রবীণরা আছেন, তেমনি কো-মর্বিডিটি আছে । কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে । কারণ, অনেক মানুষের মৃত্যু হয়েছে, অক্সিজেনের অভাবে। অথচ দেশে অক্সিজেনের ঘাটতি নেই। আমরা ওদের বাঁচাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা । প্রধানমন্ত্রীর ‘কুম্ভীরাশ্রু’ স্বজনহারাদের চোখের জল মুছতে পারবে না। মৃতদের পরিবারের পরিজনরা প্রধানমন্ত্রীর চোখের জল চায় না, অক্সিজেন চায়।

নরেন্দ্র মোদির উদ্দেশে রাহুলের কটাক্ষ, সকলেই জানেন প্রধানমন্ত্রী দরকারের সময় ভোটপ্রচারে ব্যস্ত ছিলেন। ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশের বাস্তব পরিস্থিতির কথা বেমালুম ভুলে গিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের টিকাকরণ নীতি (Vaccination) নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন রাহুল। তার কটাক্ষ, ভারতই একমাত্র দেশ, যেখানে টাকা দিয়ে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। আর প্রধানমন্ত্রীর তাতে ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মার্কেটিং করে যাচ্ছেন। কখনও তালি বাজানো, কখনও থালি বাজানো, কখনও প্রদীপ জ্বালানো! এসব করোনাকে হারিয়ে দেওয়ার পর করলে ভাল হতো । দেশের মানুষকে যতটা বোকা মনে করা হচ্ছে, আদতে তা কিন্তু নয় । কেন্দ্রের এই ভাঁওতাবাজি সবাই ধরে ফেলেছে ।

 

 

 

spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...