Friday, August 22, 2025

সৌজন্য: পার্থর বাড়িতে টিগ্গা, ‘অন্য’ জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিজেপি (Bjp) বিধায়ক মনোজ টিগ্গা (Manaj Tigga)। বুধবার, ছিল শিল্পমন্ত্রীর মায়ের পারোলৌকিক কাজ। রাজ্যের শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের পাশাপাশি সেদিন উপস্থিত হয়েছিলেন বিজেপির উত্তরবঙ্গের বিধায়ক মনোজ টিগ্গাও। বিরোধী রাজনৈতিক দলের প্রথম সারির নেতা হয়েও মাদারিহাটের বিধায়কের শাসকদলের মন্ত্রীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টিকে সৌজন্যের নজির বলেই মনে করছেন অনেকে।

এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুর পরে নাকতলার বাড়িতে গিয়ে দেখা করেন মনোজ টিগ্গা। বুধবার, শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে বেশ খানিকটা সময় কাটান তিনি। এই উপস্থিতি প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর অন্তরের টান। “তাই ছুটে আসা, পাশে থাকা। এর মধ্যে কোনও রাজনৈতিক সংযোগ নেই।” টিগ্গার মতে, রাজনীতি রাজনীতির জায়গায়। ব্যক্তিগত সম্পর্ক অন্য জায়গায়।

তবে একটা উল্টো মত শোনা যাচ্ছে। আদি বিজেপি নেতা-কর্মীরা চেয়েছিলে মনোজ টিগ্গা বিরোধী দলনেতা হোন। কিন্তু সেখানে বিরোধী দলনেতা করা হল ভোটের আগে তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। আর এই নিয়ে যে দলের অন্দরে একাংশের ক্ষোভ দেখা দিয়েছে তা স্পষ্ট হয়েছে 21 তারিখ আলিপুরদুয়ারের বিজেপির জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Gangaprasad Sharma) তৃণমূলে যোগ দেওয়ার পরেই। যোগ দিয়েই তিনি উষ্মা প্রকাশ করে বলেন, জেলার “নেতাদের পাত্তা দেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর বদলে মনোজ টিগ্গাকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল”। এই মন্তব্যের পরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মাদারিহাটের বিজেপি বিধায়কের দফায় দফায় ‘সৌজন্য সাক্ষাৎ’ ঘিরেও জল্পনা রাজনৈতিক মহলে।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...