সিটি কলেজেও ভ্যাকসিন ক্যাম্প করেছিল ভুয়ো IAS দেবাঞ্জন!

কসবা (Kasba) ভুয়ো ভ্যকসিন (Vaxin) কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বারুইপুর, সোনারপুর, কসবা ছাড়াও উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজেও (City Collage) ভ্যাকসিন শিবির করেছিলেন ভুয়ো IAS দেবাঞ্জন দেব। সেই ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন প্রায় ৮০ জন। কসবার ঘটনা সংবাদ মাধ্যমে চাউর হওয়ার পরই আঁতকে ওঠেন সিটি কলেজ থেকে যাঁরা ভ্যাকসিন নিয়েছিলেন। গ্রেফতার হওয়ার পর খবরে দেবাঞ্জন দেবের ছবি প্রকাশ্যে আসতেই ঘুম উঠে যায় সকলের।

জানা গিয়েছে, গত ১৮ জুন সিটি কলেজে ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়েছিল। এই ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়া, এবং বাইরের কিছু সাধারণ মানুষও ভ্যাকসিন নিয়েছিলেন।
কীভাবে ওই ক্যাম্পের অনুমতি মিলল, উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই আমহার্স্ট স্ট্রিট থানায় (Amerheart Street PS) এই বিষয়ে অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।