Tuesday, November 25, 2025

বর্ষায় বেকায়দায় যোগীর প্রশাসন, গঙ্গাচরে বেরিয়ে পড়ছে একের পর এক লাশ

Date:

Share post:

করোনা দ্বিতীয় ঢেউ(Covid second wave) যখন উত্তরপ্রদেশে(UttarPradesh) ভয়াবহ আকার ধারণ করে তখন পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে শ্মশানে মৃতদেহ সৎকারের মত জায়গা ছিল না। এই পরিস্থিতিতে গঙ্গার(Ganga) পাড়ে গণকবর দিয়েছিল যোগীর প্রশাসন। তবে বর্ষা আসতেই বাড়তে শুরু করেছে গঙ্গার জল স্তর আর তার জেরে বিপাকে পড়ল যোগী সরকার(Yogi government)। একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে বালি চাপা মৃতদেহ। দেহগুলি যে করোনা আক্রান্ত ব্যক্তিদের তা নিয়ে বিশ্বের সন্দেহ নেই কারও।

যদিও যোগীর প্রশাসন এই সমস্ত মৃতদেহগুলি ধামাচাপা দেওয়ার আপ্রান চেষ্টা চালালেও সংবাদমাধ্যমের নজর এড়ায়নি। বেশকিছু বীভৎস ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরা। কোন ছবিতে দেখা যাচ্ছে নদীর ধারে বালিতে আটকে রয়েছে একটি মৃতদেহ তার হাতে পড়া হয়েছে সাদা সার্জিক্যাল গ্লাভস। পুরসভার লোকজনই মৃতদেহ টেনে বের করেন। আবার একটি মৃতদেহের মুখে দেখা যাচ্ছে অক্সিজেনের টিউব লাগানো। এমনই অসংখ্য মৃতদেহের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে যোগী সরকারকে। তড়িঘড়ি এই সকল মৃতদেহ সৎকার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে প্রয়াগরাজ পুরসভা।

প্রয়াগরাজ পুরসভার জোনাল অফিসার নীরজ কুমার সিং জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আমরা মোট ৪০টি দেহ সত্‍কার করেছি। সমস্ত নিয়ম মেনে এক এক করে দেহ সত্‍কার করা হচ্ছে। মুখে অক্সিজেন টিউব লাগানো দেহটির বিষয়ে তিনি বলেছেন, পরিবারের লোকজন এখানে ফেলে চলে গেছে। হয়তো ওরা ভয় পেয়েছিল। আমি জানিনা কেন এমন করেছে। এ প্রসঙ্গে প্রয়াগরাজের মেয়র অভিলাষ গুপ্ত নন্দী বলেন, ‘গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার জন্য মৃতদেহ বেরিয়ে আসছে। যেখানেই আমরা এটা দেখছি, সত্‍কারের ব্যবস্থা করছি’।

 

spot_img

Related articles

টেস্টে গুরু গম্ভীরকে নিয়ে ভাবতে হবে বিসিসিআইকে, বিকল্প হতে পারেন কারা?

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়াই দিনে হারের পর গুয়াহাটিতেও প্রবল চাপের মুখে ভারত। শুধু বিদেশের মাঠে নয় গৌতম...

মমতার একের পর এক পত্রাঘাত! তৃণমূল সুপ্রিমোর ঠিকানায় জবাবি চিঠি নির্বাচন কমিশনের

SIR নিয়ে একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ডিজিটাল যুগেও অটুট সুপারম্যানের জনপ্রিয়তা, নিলামে দুষ্প্রাপ্য কমিকস বইয়ের দাম ৮১ কোটি!

প্রতিমুহূর্তে বদলে যাওয়া পৃথিবীতে পড়ার থেকে দেখার প্রতি আকর্ষণ বাড়ছে আট থেকে আশি সকলের। সেখানে দাঁড়িয়ে একটা কমিকস...

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ হিলিয়ে দেব: হুঙ্কার মমতার

আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ (India) হিলিয়ে দেব- বনগাঁয় SIR নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর...