Wednesday, January 7, 2026

কসবাকাণ্ড: পুরসভার জয়েন্ট কমিশনারের নামে ওষুধ তুলতেন দেবাঞ্জন

Date:

Share post:

ভুয়ো আইএএস (Ias) অফিসারের কীর্তির শিকড় যে কত গভীরে তা তদন্তে নেমে টের পাচ্ছে পুলিশ (Police)। শুধু ভুয়ো শিবির চালানোই নয়, শিবিরে যে ভ্যাকসিন (Vaccine) দেওয়া হত তাও করোনার ভ্যাকসিন নয়- এতদিনে তা সামনে এসেছে। জেরায় ধৃত জানিয়েছেন, তিনি ভ্যাকসিন কিনতেন মেহেতা বিল্ডিং থেকে। কিন্তু এত দামের ভ্যাকসিন কীভাবে কিনতেন তিনি? মেহেতা বিল্ডিংয়ের একটি ওষুধের দোকান থেকে ভুয়ো ভ্যাকসিন ও ইঞ্জেকশন কিনেছিলেন প্রতারণাকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব (Debanjan Dev)। তদন্তে জানা গিয়েছে, দুদফায় মেহেতা বিল্ডিংয়ের ওষুধের দোকান থেকে ইঞ্জেকশন কিনেছিলেন তিনি। সব টাকা দেওয়া হয়নি বলে দাবি কর্ণধারের। তাহলে এত টাকার ইনজেকশন একবারে তাঁকে কেন দেওয়া হল? অভিযোগ, পুর অফিসার পরিচয়েই মেহেতা বিল্ডিং ওই দোকান থেকে ইঞ্জেকশন কেনেন অভিযুক্ত। দেবাঞ্জনের অফিস থেকে মিলেছে পুরসভার জাল স্ট্যাম্প (Stamp), লেটারহেড।

অভিযোগ, পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে মেহেতা বিল্ডিংয়ের ওই দোকান থেকে ইঞ্জেকশন কিনেছিলেন দেবাঞ্জন দেব। ভুয়ো কাগজ তৈরি করে ওই ইঞ্জেকশন কেনা হয়। প্রথম দফায় ২২ হাজার টাকা দিলও এখনও টাকা বকেয়া রয়েছে বলে দাবি দোকানের কর্ণধার সঞ্জয় কুমার মুকিমের। পুলিশ সূত্রে খবর, দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেবাঞ্জন কবে ওই দোকানে গিয়েছিলেন- তা জানার চেষ্টা চলছে।

জেরায় দেবাঞ্জন স্বীকার করেছেন, ২৫ লক্ষ টাকা খরচ করে ১ বছর ধরে প্রতারণার জাল ছড়িয়েছিলেন তিনি। করোনার সংক্রমণ শুরু হওয়ার পরেই পিপিই কিট, মাস্কের ব্যবসা করবেন বলে ঠিক করেন। পরে রাজনৈতিক যোগাযোগ বাড়িয়ে একের পর এক ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করতে থাকেন। স্পুটনিকের ভায়ালের লেবেলের ফটোকপি লাগিয়ে প্রতারণা করা হয়। কোভিশিল্ডের ক্ষেত্রে নিজেই কম্পিউটারে জাল লেবেল তৈরি করেন দেবাঞ্জন। এখন আর কী কী প্রতারণা খবর সামনে আসে সেটাই দেখার।

 

spot_img

Related articles

শুনানি নিয়ে চাপ বাড়ালো নির্বাচন কমিশন, তারপরই মৃত্যু BLO সরকারি কর্মীর

নিজেদের টার্গেট পূরণ করতে চাপ বিএলও থেকে জেলা নির্বাচন আধিকারিকদের উপর। যতবার এভাবে রাজ্যের সরকারি কর্মী, বিএলও-র (BLO)...

নেতাই দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা মমতার, প্রণাম জানালেন অভিষেকও

নেতাই হত্যাকাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কফিনে শেষ পরেকটা পুঁতে দিয়েছিল। গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছিল...

ঝুলি থেকে বেরোলো বিড়াল: ভেনেজুয়েলা থেকে কত তেল লুট করবেন, ঘোষণা ট্রাম্পের

আমেরিকায় মাদক বিক্রির অভিযোগ যে স্রেফ একটা ভাঁওতা ছিল মাত্র চারদিনের মধ্যে নিজেই ফাঁস করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি...

দুদিনের সফরে সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রীর: আলাদা গুরুত্ব নয় দিলীপের!

রাজ্য জুড়ে নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপির নেতাকর্মীরা, নতুন করে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্য...