Sunday, August 24, 2025

করোনার ডেল্টা স্ট্রেনই বিশ্বে সবচেয়ে সংক্রামক, ফের সতর্ক করল WHO

Date:

Share post:

করোনার (corona) দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত কিছুটা কমার পরিস্থিতির মধ্যেই তৃতীয় ঢেউর আশঙ্কা নিয়ে আগাম সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই করোনার দুবার অভিযোজিত বি.১.৬১৭ স্ট্রেন বা ডেল্টা স্ট্রেনকেই বিশ্বের সবচেয়ে সংক্রামক স্ট্রেনের তকমা দিল হু (WHO)। সতর্ক করে বলা হয়েছে, তৃতীয়বারের করোনা অভিঘাতে মারাত্মক সংক্রামক ডেল্টা স্ট্রেনের কারণেই সংক্রমণ লাগামছাড়া হওয়ার আশঙ্কা। ডেল্টা স্ট্রেন হল বি.১.৬১৭। এটি মূলত ডবল মিউট্যান্ট স্ট্রেন। গত বছর অক্টোবরে এটি ভারতে ছড়িয়ে পড়েছিল। বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আসল কারণ ডেল্টাই। ডেল্টা হল দুটি স্ট্রেনের মিশ্রণ। ই৪৮৪কিউ (E484Q) ও এল ৪২৪আর (L424R) এই দুই স্ট্রেন মিলে তৃতীয় স্ট্রেন ডেল্টা তৈরি হয়েছে। যা আগের থেকে বেশি ক্ষতিকারক। ডেল্টা স্ট্রেন ফের নিজের মিউটেশন ঘটিয়ে ডেল্টা প্লাস স্ট্রেন গঠন করেছে। আগের ডেল্টা ভ্যারিয়েন্টে যে এন৫০১ওয়াই মিউটেশন হয়েছিল, তার সঙ্গে নতুনভাবে কে৪১৭এন মিউটেশনও হয়েছে, অর্থাৎ নতুন ডেল্টা প্লাসে ভাইরাসের দুটি অভিযোজিত রূপই রয়েছে।

হু-র ডিরেক্টর জেনারেল ড. টেডরস অ্যাডানম ঘেব্রেইসাস জানান, সারা বিশ্বে ছড়াচ্ছে এই ডেল্টা স্ট্রেন। এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্ট্রেন হতে চলেছে এই ডেল্টা। ইতিমধ্যে ৭৪টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা। ভারতেও একাধিক আক্রান্তের মধ্যে এর সন্ধান মিলেছে। যেহেতু এই স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা সবচেয়ে বেশি, তাই দ্রুত গরিব দেশগুলির হাতে টিকা তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন হু প্রধান। বিশ্বে টিকা বৈষম্যের বিরোধিতা করে এনিয়ে উন্নত দেশগুলির মনোভাব নিয়ে আক্ষেপ শোনা যায় হু প্রধানের গলায়। তিনি বলেন, অনেক দেশের ধারণা আফ্রিকার তথাকথিত অনুন্নত দেশগুলি টিকার ব্যবহার করতে পারবে না। এই মনোভাবে পরিবর্তন আসা উচিত। উন্নত দেশগুলির এই কাজ বিশ্বে বৈষম্যের চেহারাকেই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে।

 

spot_img

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...