Wednesday, November 12, 2025

রাষ্ট্রপতির কনভয়ের জন্য পথ আটকানোয় মৃত্যু মহিলার! ক্ষমা চাইল যোগীর পুলিশ

Date:

Share post:

রাস্তা দিয়ে যাচ্ছিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram nath Kovind) কনভয়। তাই রাস্তায় যান চলাচল বন্ধ রেখেছিল পুুলিশ। যানজটের কারণে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে না পেরে পথেই মৃত্যু হল এক মহিলার।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজের গ্রামের বাড়িতে যাওয়ার দিনেই এমন মর্মান্তিক অভিযোগ উঠল কানপুরে৷ অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে পুলিশের তরফ থেকে মৃতের পরিবারের কাছে দুঃখপ্রকাশ করা হয়ে। শুধু তাই নয়, কানপুর পুলিশের প্রধানকে ফোন করে রাষ্ট্রপতি নিজে দুঃখপ্রকাশ করেছেন বলেও জানা গিয়েছে।

কানপুর দেহাত জেলায় তাঁর আদি বাড়ি বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। তিন দিনের উত্তর প্রদেশ সফরে শুক্রবার রাতে ট্রেনে প্রথমে কানপুর পৌঁছন সস্ত্রীক রামনাথ কোবিন্দ। প্রথমে কানপুর শহরের লাগোয়া কানপুর দেহাত জেলায় নিজের গ্রামের বাড়িতে যান তিনি।

অন্যদিকে, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কানপুর শাখার (Kanpur chapter of the Indian Association of Industries) প্রধান ৫০ বছরের বন্দনা মিশ্র (Vandana Mishra)। সদ্য কোভিড থেকে সুস্থ হয়েছেন তিনি। তাঁকে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিজনরা। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল রাষ্ট্রপতির কনভয়। বন্দনার গাড়ি আটকায় পুলিস। রাস্তায় দীর্ঘক্ষণ গাড়ির সারি থাকায় হাসপাতালে তাঁকে নিয়ে যেতে দেরি হয়। চিকিৎসকরা বন্দনাকে মৃত ঘোষণা করেন।

গোটা ঘটনায় শোকপ্রকাশ করে কানপুর পুলিশের তরফে পুলিশ প্রধান অসীম অরুণ টুইট করে লেখেন, “বন্দনা মিশ্রার মৃত্যুর কারণে আমি নিজের ও কানপুর পুলিশের তরফে ক্ষমাপ্রার্থী’। এছাড়াও রাষ্ট্রপতি নিজেও এই বিষয়টি জানতে পেরে বিচলিত হয়ে পড়েছেন বলে তিনি জানান। অপর একটি টুইটে লেখেন, ‘মাননীয় রাষ্ট্রপতি পুলিশ কমিশনার ও জেলাশাসককে ফোন করে গোটা ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন। আধিকারিকরা যেন ব্যক্তিগতভাবে মৃতার পরিবারের সঙ্গে দেখা করে তাঁর শোকবার্তা জানান, তার নির্দেশও দিয়েছেন।’

আরও পড়ুন- বাংলায় রাজনীতির পালাবদল ও কংগ্রেসের পতন: অজন্তা বিশ্বাসের গবেষণায় ইতিহাসের দলিল

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...