Saturday, January 10, 2026

অগাস্টেই ১২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হবে Zydus Cadila-র ভ্যাকসিন

Date:

Share post:

অগাস্টেই ভারতে আসতে চলেছে ১২ বছর ঊর্ধ্বদের জন্য Zydus Cadila কোভিড ভ্যাকসিন। জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যেই Zydus Cadila-র ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শেষের পরেই অগাস্ট মাস থেকেই পাওয়া যাবে এই টিকা। এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশনের (NTAGI) চেয়ারম্যান ডা. এন কে আরোরা।

NTAGI-এর চেয়ারম্যান জানিয়েছেন, “আমাদের আশা জুলাইয়ের মধ্যেই পরীক্ষামূলক প্রয়োগ শেষ হবে। অগাস্ট মাস থেকে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু করা যাবে। সরকারের লক্ষ্য জুলাই মাসে প্রতিদিন ১ কোটি দেশবাসীর টিকাকরণের ব্যবস্থা করা। ৬ থেকে ৮ মাসের মধ্যে টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা পূরণ করতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।”

এইমস দিল্লির ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, “জাইডাস ক্যাডিলা ডিএনএ ভ্যাকসিন। একেবারেই ভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা হয়। আমাদের গর্ব করা উচিত। কারণ এই ধরনের টিকা আগে কখনই দেশে তৈরি হয়নি।” গুলেরিয়া আরও জানিয়েছেন,”ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ামক সংস্থাকে জানিয়ে প্রয়োগের জন্য আবেদন করবে জাইডাস ক্যাডিলা।”

আরও পড়ুন-জম্মুতে এবার জনবহুল স্থান থেকে উদ্ধার হলো আরও একটি আইইডি বোমা

আরোরা আরও বলেছেন, “প্রত্যেকের টিকা নেওয়া উচিত। টিকা নেওয়ার জন্য এগিয়ে আসা উচিত। ভ্যাকসিন নেওয়া অত্যন্ত প্রয়োজন। সারা দেশে ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য, গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অনেই মনে করছেন ভ্যাকসিন নিলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ভ্যাকসিন ৯৫ থেকে ৯৬ শতাংশ কার্যকরী। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়ে সামান্য জ্বর বা ব্যথা ছাড়া অন্য কোনও সমস্যা হয়নি। এখনও পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাঁদের মধ্যে ৪ থেকে ৫ শতাংশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অ্যালার্জি সংক্রান্ত সমস্যার জন্য।”

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...