মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন ৪ দুঁদে পুলিশ অফিসার! কারা জানেন?

রাজ্য পুলিশের (State Police) চার পুলিশ আধিকারিককে তাঁদের দক্ষতার জন্য পুরস্কৃত করতে চলেছে রাজ্য সরকার। দক্ষ ও ভালো তদন্তকারী অফিসার হিসেবে মুখ্যমন্ত্রী পদক (CM Medel) দেওয়া হবে এই চার দুঁদে অফিসারকে। তার মধ্যে অন্যতম হলেন গৌতম ঘোষাল, তিনি সিআইডির (CID) ডিসিপি র‌্যাঙ্ক পদমর্যাদার অফিসার। পাশাপাশি, “লাইফটাইম এক্সিলেন্স” সম্মান দেওয়া হচ্ছে তদন্তকারী অফিসারে জন্য।

অন্যদিকে, সিআইডির ইন্সপেক্টর সন্দীপ কুমার গঙ্গোপাধ্যায়কে সিআইডির মধ্য থেকে সবথেকে সেরা তদন্তকারী অফিসারদের জন্য সম্মান দেওয়া হচ্ছে। হেমন্ত কুমার শর্মাকেও বিভিন্ন পুলিশ কমিশনারেটে থেকে সবথেকে সেরা তদন্তকারী অফিসার হিসেবে সম্মান দেওয়া হবে। একইরকমভাবে সম্মান দেওয়া হবে শ্যামল কুমার মন্ডল নামে এক অফিসারকেও।

তবে বর্তমান করোনা পরিস্থিতির জন্য কোনও অনুষ্ঠান করে নয়, প্রত্যেকটি ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের মত অনুষ্ঠান করে অফিসারদের হাতে সার্টিফিকেট পদক দেওয়ার জন্য।

আরও পড়ুন:সংস্থার গোপন খবর জেনে শেয়ারবাজারের লেনদেন আটকাতে তৎপর সেবি