Monday, January 12, 2026

করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে- কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে কত টাকা সাহায্য দেওয়া হবে, সেই অঙ্ক ঠিক করার জন্য কেন্দ্রীয় সরকার গাইডলাইন (Guide Line) তৈরি করুক। নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। করোনায় মৃতদের আর্থিক সাহায্য সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছিল, করোনায় অনেকের প্রাণহানি হয়েছে। এত পরিবারকে লক্ষ লক্ষ টাকা সাহায্য দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বুধবারের শুনানিতে শীর্ষ আদালত নির্দেশ দেয়, করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর যেন টাকার অঙ্কটা ঠিক করে নেয়। টাকার অঙ্ক কত হবে, কী ভাবে তা স্বজনহারা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে, তার রূপরেখা ৬ সপ্তাহের মধ্যে ঠিক করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, মৃতদের পরিবারকে সাহায্য দেওয়া বাধ্যতামূলক। টাকা না দিলে মনে করা হবে কেন্দ্রীয় সরকার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। শীর্ষ আদালত জানায়, “আমরা ৪ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া পক্ষে ছিলাম। পরে বিচার-বিবেচনা করে সরকারের হাতেই দায়িত্ব ছাড়ছি। তারাই ঠিক করুক, কত টাকা করে সাহায্য দিতে পারবে”। তবে, এ বিষয়ে খাদ্য, স্বাস্থ্য ও বাসস্থান-এই দিকগুলিতে নজর রাখা জরুরি।

সরকারের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে বিচারপতিরা বলেন, “বিশ্বের কোনও দেশের সরকারের কাছেই অফুরন্ত টাকা নেই। ৪ লক্ষ টাকা করেই সাহায্য দিতে হবে, এই নির্দেশ দেওয়া হচ্ছে না। পরিস্থিতি বিচার করে কেন্দ্রকেই আর্থিক সাহায্যের অঙ্ক নির্ধারণ করতে হবে।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন ৪ দুঁদে পুলিশ অফিসার! কারা জানেন?

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...