Sunday, November 9, 2025

ত্রিপল চুরি মামলা: ভার্চুয়ালি হাজিরা দিয়ে আগাম জামিনের আর্জি শুভেন্দুর, খারিজ করল আদালত

Date:

Share post:

এবার ত্রিপল চুরি মামলায় বেকায়দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তাঁর আগাম জামিনের (Bail) আবেদন খারিজ করে দিলো আদালত। একইসঙ্গে এই মামলার শুনানিতে ভার্চুয়ালি নয়, সশরীরে আদালত কক্ষে শুভেন্দু-সহ বাকি অভিযুক্তদের আদালত কক্ষে হাজিরার নির্দেশ দেন বিচারক।

কাঁথি পুরসভায় (Cintai Municipality) ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত নন্দীগ্রামের (Nandigram) বিজেপি বিধায়ক (BJP MLA) শুভেন্দু অধিকারী, তাঁর ছোট ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) এবং শুভেন্দু ঘনিষ্ঠ পুরসভার কর্মী হিমাংশু শেখর মান্না। এই মামলা কাঁথি আদালতে (Contai Court) উঠলে তিন অভিযুক্ত-ই ভার্চুয়ালি অংশ নেন। এবং আগাম জামিনের আবেদন করেন।

এই ঘটনার বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। আদালতের কাছে তাঁর, “নিয়ন্ত্রিত ব্যবস্থায় আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। ফলে ভিডিও কনফারেন্সিংয়ে হাজিরা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। সশরীরে হাজিরা দিন অভিযুক্তরা।” এরপর শুভেন্দুদের আর্জি খারিজ করে বিচারক আদালত কক্ষে সশরীরে অভিযুক্তদের হাজিরার নির্দেশ দেন।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী ও হিমাংশু শেখর মান্নার নামে। কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রত্নদীপ মান্নার অভিযোগ ছিল, গত ২৯ মে পুরসভার গুদাম থেকে লরিতে ভর্তি করে লক্ষাধিক টাকার ত্রিপল চুরি করে নিয়ে যাচ্ছেন কয়েক জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাঁদের সঙ্গে ছিল পুরসভার দুই কর্মচারী হিমাংশু মান্না এবং প্রতাপ দে। এরা প্রত্যেকেই শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু ঘনিষ্ঠ। জানা যায়, হিমাংশু মান্না ও প্রতাপ ড4 স্বীকার করেছে, শুভেন্দু অধিকারীর নির্দেশেই পুরসভা থেকে ত্রিপল সরিয়ে ছিল তারা।

আরও পড়ুন- ভাগ্যের পরিহাস!! মেগা সিরিয়ালের অভিনেতা এখন কাজ হারিয়ে মাছের ফেরিওয়ালা

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...