Wednesday, August 27, 2025

ত্রিপল চুরি মামলা: ভার্চুয়ালি হাজিরা দিয়ে আগাম জামিনের আর্জি শুভেন্দুর, খারিজ করল আদালত

Date:

Share post:

এবার ত্রিপল চুরি মামলায় বেকায়দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তাঁর আগাম জামিনের (Bail) আবেদন খারিজ করে দিলো আদালত। একইসঙ্গে এই মামলার শুনানিতে ভার্চুয়ালি নয়, সশরীরে আদালত কক্ষে শুভেন্দু-সহ বাকি অভিযুক্তদের আদালত কক্ষে হাজিরার নির্দেশ দেন বিচারক।

কাঁথি পুরসভায় (Cintai Municipality) ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত নন্দীগ্রামের (Nandigram) বিজেপি বিধায়ক (BJP MLA) শুভেন্দু অধিকারী, তাঁর ছোট ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) এবং শুভেন্দু ঘনিষ্ঠ পুরসভার কর্মী হিমাংশু শেখর মান্না। এই মামলা কাঁথি আদালতে (Contai Court) উঠলে তিন অভিযুক্ত-ই ভার্চুয়ালি অংশ নেন। এবং আগাম জামিনের আবেদন করেন।

এই ঘটনার বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। আদালতের কাছে তাঁর, “নিয়ন্ত্রিত ব্যবস্থায় আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। ফলে ভিডিও কনফারেন্সিংয়ে হাজিরা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। সশরীরে হাজিরা দিন অভিযুক্তরা।” এরপর শুভেন্দুদের আর্জি খারিজ করে বিচারক আদালত কক্ষে সশরীরে অভিযুক্তদের হাজিরার নির্দেশ দেন।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী ও হিমাংশু শেখর মান্নার নামে। কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রত্নদীপ মান্নার অভিযোগ ছিল, গত ২৯ মে পুরসভার গুদাম থেকে লরিতে ভর্তি করে লক্ষাধিক টাকার ত্রিপল চুরি করে নিয়ে যাচ্ছেন কয়েক জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাঁদের সঙ্গে ছিল পুরসভার দুই কর্মচারী হিমাংশু মান্না এবং প্রতাপ দে। এরা প্রত্যেকেই শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু ঘনিষ্ঠ। জানা যায়, হিমাংশু মান্না ও প্রতাপ ড4 স্বীকার করেছে, শুভেন্দু অধিকারীর নির্দেশেই পুরসভা থেকে ত্রিপল সরিয়ে ছিল তারা।

আরও পড়ুন- ভাগ্যের পরিহাস!! মেগা সিরিয়ালের অভিনেতা এখন কাজ হারিয়ে মাছের ফেরিওয়ালা

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...