Wednesday, May 14, 2025

ত্রিপল চুরি মামলা: ভার্চুয়ালি হাজিরা দিয়ে আগাম জামিনের আর্জি শুভেন্দুর, খারিজ করল আদালত

Date:

Share post:

এবার ত্রিপল চুরি মামলায় বেকায়দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তাঁর আগাম জামিনের (Bail) আবেদন খারিজ করে দিলো আদালত। একইসঙ্গে এই মামলার শুনানিতে ভার্চুয়ালি নয়, সশরীরে আদালত কক্ষে শুভেন্দু-সহ বাকি অভিযুক্তদের আদালত কক্ষে হাজিরার নির্দেশ দেন বিচারক।

কাঁথি পুরসভায় (Cintai Municipality) ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত নন্দীগ্রামের (Nandigram) বিজেপি বিধায়ক (BJP MLA) শুভেন্দু অধিকারী, তাঁর ছোট ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) এবং শুভেন্দু ঘনিষ্ঠ পুরসভার কর্মী হিমাংশু শেখর মান্না। এই মামলা কাঁথি আদালতে (Contai Court) উঠলে তিন অভিযুক্ত-ই ভার্চুয়ালি অংশ নেন। এবং আগাম জামিনের আবেদন করেন।

এই ঘটনার বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। আদালতের কাছে তাঁর, “নিয়ন্ত্রিত ব্যবস্থায় আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। ফলে ভিডিও কনফারেন্সিংয়ে হাজিরা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। সশরীরে হাজিরা দিন অভিযুক্তরা।” এরপর শুভেন্দুদের আর্জি খারিজ করে বিচারক আদালত কক্ষে সশরীরে অভিযুক্তদের হাজিরার নির্দেশ দেন।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী ও হিমাংশু শেখর মান্নার নামে। কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রত্নদীপ মান্নার অভিযোগ ছিল, গত ২৯ মে পুরসভার গুদাম থেকে লরিতে ভর্তি করে লক্ষাধিক টাকার ত্রিপল চুরি করে নিয়ে যাচ্ছেন কয়েক জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাঁদের সঙ্গে ছিল পুরসভার দুই কর্মচারী হিমাংশু মান্না এবং প্রতাপ দে। এরা প্রত্যেকেই শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু ঘনিষ্ঠ। জানা যায়, হিমাংশু মান্না ও প্রতাপ ড4 স্বীকার করেছে, শুভেন্দু অধিকারীর নির্দেশেই পুরসভা থেকে ত্রিপল সরিয়ে ছিল তারা।

আরও পড়ুন- ভাগ্যের পরিহাস!! মেগা সিরিয়ালের অভিনেতা এখন কাজ হারিয়ে মাছের ফেরিওয়ালা

 

spot_img

Related articles

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...