Sunday, August 24, 2025

‘জেল ফেরত’ স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে শুভেন্দুকে তোপ কুণালের, তেলের খোঁচা ধনকড়কেও

Date:

Share post:

“শুভেন্দু ভাই, আমি জেলে গেছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি। তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন। জবাব না থাকলেই ছেলেমানুষি।” শুভেন্দুর ‘সারদায় জেল খাটা আসমীর প্রশ্নের উত্তর আমি দেব না’ মন্তব্যের পর, পাল্টা ঠিক এই ভাষাতেই রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।

মাত্র ৩০ দিনের মধ্যে দ্বিতীয় বার রাজধানী সফরে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজধানী সফরে গিয়ে নারদ কান্ডে সিবিআইয়ের(CBI) আইনজীবী তুষার মেহতার(Tushar Mehta) সঙ্গে সাক্ষাৎ করেছেন নারদ কান্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী। এই ঘটনায় নারদ তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা শুরু হতেই সংবাদমাধ্যমের তরফে শুভেন্দুকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি স্পষ্ট জানান, ‘সারদায় জেল খাটা আসমীর প্রশ্নের উত্তর আমি দেব না।’ শুভেন্দুর এহেন মন্তব্যের পাল্টা দিয়ে শুক্রবার টুইট করলেন কুণাল ঘোষ। শুভেন্দুকে ভাই সম্বোধন করে তিনি লেখেন, “শুভেন্দু ভাই, আমি জেলে গেছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি। তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন। জবাব না থাকলেই এরকম ছেলেমানুষি করে ফেলো তুমি। যাক, দলবদলেও বাঁচবে কি? কোন জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো। দিন গোণা শুরু।” এ প্রসঙ্গে বলে রাখি, ২০১০ সালের ২৫ জুলাই সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় গ্রেফতার করা হয়েছিল দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শুভেন্দুর মন্তব্যের পাল্টা দিয়ে শুক্রবার অতীতের সেই প্রসঙ্গ টেনে আনলেন কুণাল ঘোষ।

তবে শুধু শুভেন্দু নয়, কলকাতায় পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে টুইটে এদিন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কেও আক্রমণ শানান কুণাল ঘোষ। ধনকড়কে কটাক্ষ করে রাজ্যের কেন্দ্রীয় প্রতিনিধি তথা সাংবিধানিক প্রধানকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “জগদীপ ধনকড়জি কলকাতায় পেট্রোলের সেঞ্চুরিটাকে কিভাবে সেলিব্রেট করবেন আপনি? টুইট করে নাকি পেট্রলপাম্পে উপস্থিত থেকে? আগ্রহের সঙ্গে অপেক্ষায় রয়েছি।” প্রসঙ্গত, পেট্রোলতো বটেই দেশের নানা প্রান্তে ইতিমধ্যেই ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। শহরে বর্তমানে ১০০ ছুঁই ছুঁই পেট্রোলের দাম। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী কলকাতায় পেট্রোলের দাম ৯৯.০৪ টাকা, এবং ডিজেলের দাম ৯২.০৩ টাকা। পেট্রোপণ্যের ব্যাপক মূল্য বৃদ্ধিতে এবার রাজ্যপাল রাজ্যের ‘কেন্দ্রীয় প্রতিনিধি’ ধনকড়কে কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...