Tuesday, August 26, 2025

পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে বামেদের বিক্ষোভ, গ্রেফতার সুজন সহ ৫০

Date:

Share post:

পেট্রোল-ডিজেল দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নেমে পুলিশের বাধার মুখে বামেরা। বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার সুজন চক্রবর্তী সহ প্রায় ৫০ জন বাম কর্মী। শুক্রবার ঢাকুরিয়ার কাছে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ধুন্ধুমার বেঁধে যায়। প্রাক্তন সিপিএম বিধায়ক, পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী–সহ প্রায় ৫০ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। ঘটনার তীব্র নিন্দা করেছে বামফ্রন্ট।

শুক্রবার ঢাকুরিয়ার ইন্ডিয়ান অয়েলের কার্যালয়ের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কলকাতা জেলা বামফ্রন্টের সদস্যরা। বামেদের দাবি, পুলিশের অনুমতি নিয়েই তারা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন। লেক থানার পুলিশ অনুমতি ছিল বলে দাবি বামেদের। কিন্তু অভিযোগ, তা শুরু হওয়ার পরেই পুলিশ গিয়ে মঞ্চ ভেঙে দেয়।

এরপরই পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি বেঁধে যায় বাম কর্মী, সমর্থকদের। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকুরিয়া এলাকা। সুজন চক্রবর্তী, কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক ও সিপিআই(এম)–র জেলা সম্পাদক কল্লোল মজুমদার, প্রবীণ সিপিআই(এম) নেতা নিরঞ্জন চ্যাটার্জি, শমীক লাহিড়ী সহ প্রায় ৫০ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বামেরা। যদিও পুলিশের পাল্টা দাবি, করোনা পরিস্থিতিতে বিধি ভেঙে জমায়েত করা হয়েছিল। তাই এই গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ফের পেট্রোলের দাম বেড়েছে। এদিন ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি। এদিন কলকাতায় লিটার প্রতি ৪০ পয়সা বৃদ্ধি পেয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৯.০৪ টাকা এবং ডিজেলের দাম ৯২.০৩ টাকা।

আরও পড়ুন- এবার অন্তঃসত্ত্বাদেরও করোনা ভ্যাকসিন নেওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...