Monday, December 8, 2025

অরিন্দমের ‘মহানন্দা’-তে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের কাহিনী!

Date:

Share post:

মহাশ্বেতা দেবী। তাঁর দীর্ঘ জীবন, সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাসকেই এবার সেলুলয়েডে ধরছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Shil)। তবে, একে ঠিক বায়োপিক (Biopic) বলতে রাজি নন পরিচালক। কারণ, তাঁর সৃষ্টি ‘মহানন্দা’ কিছুটা বাস্তব, আর কিছুটা ফিকশন। সেই কারণেই ছবিতে মহাশ্বেতা হয়েছেন মহানন্দা। আর তাঁর স্বামী বিজন ভট্টাচার্য (Bijan Bhattacharya) হয়েছেন বিধান ভট্টাচার্য। ছবিতে মহাশ্বেতা দেবীর (Mahasweta Devi) আদলে তৈরি চরিত্রটি রূপায়ন করছেন গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhury)। বিধান ভট্টাচার্যের চরিত্রে দেখা যাবে দেবশংকর হালদারকে (Debshanshar Halder)। রয়েছে নতুন প্রজন্মের দুই পরিচিত মুখ ইশা সাহা এবং অর্ণ মুখোপাধ্যায়।

এরকম অন্য ধারার ছবি প্রযোজনার জন্য এগিয়ে এসেছেন ফিরদৌসুল হাসান। তার কথায় দক্ষিণী ডাব করা ছবি নয়, মৌলিক ছবি প্রযোজনার ক্ষেত্রে উৎসাহী হতে হবে।

অরিন্দম শীল জানান, মহাশ্বেতা দেবীর জীবনের একটা বড় অধ্যায় জুড়ে রয়েছে লড়াই এবং রাজনীতির পালাবদল। এই ছবিতে ধরা পড়েছে সে সবই। তাহলে কি ছবিতে দেখা যাবে সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন? সরাসরি সে প্রশ্নের জবাব না দিয়ে অরিন্দম জানান, মহানন্দাকে পুরোপুরি মহাশ্বেতার আদলেই করেছেন তিনি। তবে ছবির প্রয়োজনে কিছুটা গল্পে পরিবর্তন করতে হয়েছে। সেই কারণেই ছবিটিকে বায়োপিক বলতে রাজি নন পরিচালক।

ছবিতে মেকআপের একটি বড় ভূমিকা রয়েছে। কারণ বিভিন্ন বয়সে মহানন্দা ধরা পড়েছেন সেলুলয়েডে। টানা শুটিং হয়েছে উত্তর কলকাতায়। মাঝে করোনার কারণে ছেদ পড়ে ছিল শুটিংয়ে। এবার আউটডোর শুটিং-এর পালা। সব ঠিক থাকলে অক্টোবর মাসে পুজোর সময় ছবি মুক্তি পাবে বলে আশাবাদী পরিচালক।

আরও পড়ুন:অনেকটাই সুস্থ দিলীপ কুমার, স্থিতিশীল নাসিরুদ্দিন শাহও

 

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...