Monday, August 25, 2025

কোভিড বিধি মেনে ১৯ জুলাই থেকেই শুরু সংসদের বাদল অধিবেশন

Date:

Share post:

সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ১৯ জুলাই থেকে। শেষ হতে পারে ১৩ অগাস্ট। লোকসভার (Loksabha) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সপ্তদশ লোকসভার ষষ্ঠ অধিবেশন ১৯ জুলাই থেকে শুরু হবে। সরকারের প্রয়োজনীতার উপর নির্ভর করে ১৩ অগাস্ট (August) অধিবেশন শেষ হতে পারে”। এরমধ্যে ১৯ জুলাই থেকে রাজ্যসভার অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)।

করোনার টিকাকরণ, ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপ, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি- এই সব বিষয় নিয়ে মোদি সরকারকে বিরোধীরা কোণঠাসা করার চেষ্টা করবে বলে ধারণা রাজনৈতিক মহলের।

 

এর পাল্টা হিসেবে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। সূত্রের খবর, অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী দলগুলি কীভাবে বাধা সৃষ্টি করেছে সেগুলি মন্ত্রী পারিষদকে বাদল অধিবেশনে তুলে ধরতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিরোধীদের বিভিন্ন অভিযোগ খণ্ডনের জন্যেও দলের সাংসদদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

 

সাধারণত জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়। শেষ হয় স্বাধীনতা দিবসের আগে। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) জানিয়েছেন, সংসদের বাদল অধিবেশনের যাবতীয় প্রস্তুতি হয়ে গিয়েছে। সচিবালয়ের কর্মীরা করোনা টিকা নিয়ে ফেলেছেন। ৪৪৫ সাংসদও টিকা পেয়েছেন। স্পিকার (Speaker) বলেন, “গত অধিবেশনেও আমরা সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করার চেষ্টা করেছিলাম। সেইসঙ্গে সদস্যদের টিকা নেওয়ারও পরামর্শ দিচ্ছি”। অধিবেশনে সব রকম করোনা বিধি মেনে চলতে হবে বলে জানান ওম বিড়লা।

 

spot_img

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...