Saturday, May 10, 2025

সোমবার বিজেপির পুরসভা ঘেরাও কর্মসূচি, শিকেয় উঠবে কোভিড বিধি?

Date:

Share post:

সোমবার কলকাতা পুরসভা( Kolkata corporation) ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির (BJP)। ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডর (fake vaccine scam) ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য বিজেপি-র কর্মসমিতির বৈঠকে স্থির হয়েছিল জুলাই মাস পড়তেই লালবাজার ঘেরাও হবে। যাচ্ছে নানা প্রান্ত থেকে সমর্থকদের নিয়ে এসে ফেরাও কর্মসূচি হবে। কারণ তখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের আশা ছিল যে জুলাইয়ের প্রথম সপ্তাহে রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো চালু হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তাই সারা রাজ্য থেকে সমর্থকদের নিয়ে এসে জমায়েত করার সিদ্ধান্ত বাতিল করতে হলো। পরিবর্তে এখন শুধু পুরসভা ঘেরাওয়ের এই পরিকল্পনা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে পুরসভার দিকে আসার চেষ্টা করা হবে। যেখানে পুলিশ বাধা দেবে সেখানেই রাস্তায় বসে চলবে বিক্ষোভ।

 

লোকাল ট্রেন চালু হয়নি, তাই শহরের বাইরে থেকে কর্মী, সমর্থক নিয়ে আসা যাবেনা। বদলে বিজেপি পরিকল্পনা দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সংগঠনের উপরে নির্ভর করেই করতে হবে এই কর্মসূচি। বেশি জোর দেওয়া হচ্ছে দলের যুব ও মহিলা শাখার কর্মীদের আনার বিষয়ে। বিজেপি সূত্রে খবর, গত বুধবারই দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কলকাতার যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পুরসভা ঘেরাও কর্মসূচিকে কী ভাবে বড় আকার দেওয়া যায়, তার পরিকল্পনা করা হয়েছে।

 

বিজেপি নেতৃত্বের আশা ছিল, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে লোকাল ট্রেন চালু হয়ে যাবে। কিন্তু সেটা করতে না পারাতেই এখন পুরসভা ঘেরাওয়ের এই পরিকল্পনা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে পুরসভার দিকে আসার চেষ্টা করা হবে। পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে চলবে বিক্ষোভ। তবে লকডাউনের মধ্যে ঘেরাও কর্মসূচি রাখলে আরও একটা সমস্যা হয়েছে। ৫০ জনের বেশি পুলিশ কখনোই জমায়েত করতে দেবে না। ফলে প্রচুর লোক জুটিয়ে এনে বিক্ষোভ দেখানোর কোনো উপায় নেই । বিক্ষোভ দেখালে পুলিশের বাধার মুখে পড়তে হবে জেনেই গেরুয়া শিবির কর্মসূচি সাজাচ্ছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। দলের এক নেতা বলেন, ‘‘পুলিশকে জানালেও অনুমতি মিলবে না। বড় জমায়েত হওয়ায় পুলিশ বাধাও দেবে। তাই প্রশাসনকে না জানিয়েই হবে পুরসভা ঘেরাও।’’

 

 

.

spot_img

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...