Tuesday, January 13, 2026

সোমবার বিজেপির পুরসভা ঘেরাও কর্মসূচি, শিকেয় উঠবে কোভিড বিধি?

Date:

Share post:

সোমবার কলকাতা পুরসভা( Kolkata corporation) ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির (BJP)। ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডর (fake vaccine scam) ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য বিজেপি-র কর্মসমিতির বৈঠকে স্থির হয়েছিল জুলাই মাস পড়তেই লালবাজার ঘেরাও হবে। যাচ্ছে নানা প্রান্ত থেকে সমর্থকদের নিয়ে এসে ফেরাও কর্মসূচি হবে। কারণ তখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের আশা ছিল যে জুলাইয়ের প্রথম সপ্তাহে রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো চালু হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তাই সারা রাজ্য থেকে সমর্থকদের নিয়ে এসে জমায়েত করার সিদ্ধান্ত বাতিল করতে হলো। পরিবর্তে এখন শুধু পুরসভা ঘেরাওয়ের এই পরিকল্পনা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে পুরসভার দিকে আসার চেষ্টা করা হবে। যেখানে পুলিশ বাধা দেবে সেখানেই রাস্তায় বসে চলবে বিক্ষোভ।

 

লোকাল ট্রেন চালু হয়নি, তাই শহরের বাইরে থেকে কর্মী, সমর্থক নিয়ে আসা যাবেনা। বদলে বিজেপি পরিকল্পনা দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সংগঠনের উপরে নির্ভর করেই করতে হবে এই কর্মসূচি। বেশি জোর দেওয়া হচ্ছে দলের যুব ও মহিলা শাখার কর্মীদের আনার বিষয়ে। বিজেপি সূত্রে খবর, গত বুধবারই দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কলকাতার যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পুরসভা ঘেরাও কর্মসূচিকে কী ভাবে বড় আকার দেওয়া যায়, তার পরিকল্পনা করা হয়েছে।

 

বিজেপি নেতৃত্বের আশা ছিল, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে লোকাল ট্রেন চালু হয়ে যাবে। কিন্তু সেটা করতে না পারাতেই এখন পুরসভা ঘেরাওয়ের এই পরিকল্পনা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে পুরসভার দিকে আসার চেষ্টা করা হবে। পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে চলবে বিক্ষোভ। তবে লকডাউনের মধ্যে ঘেরাও কর্মসূচি রাখলে আরও একটা সমস্যা হয়েছে। ৫০ জনের বেশি পুলিশ কখনোই জমায়েত করতে দেবে না। ফলে প্রচুর লোক জুটিয়ে এনে বিক্ষোভ দেখানোর কোনো উপায় নেই । বিক্ষোভ দেখালে পুলিশের বাধার মুখে পড়তে হবে জেনেই গেরুয়া শিবির কর্মসূচি সাজাচ্ছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। দলের এক নেতা বলেন, ‘‘পুলিশকে জানালেও অনুমতি মিলবে না। বড় জমায়েত হওয়ায় পুলিশ বাধাও দেবে। তাই প্রশাসনকে না জানিয়েই হবে পুরসভা ঘেরাও।’’

 

 

.

spot_img

Related articles

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...