Tuesday, January 13, 2026

বেআইনিভাবে ডলফিন শিকার করে মাংস বিক্রির অভিযোগ

Date:

Share post:

ডলফিন শিকার করে তার মাংস বিক্রির অভিযোগ তুফানগঞ্জে৷ অভিযুক্ত জেলেকে গ্রেফতার করল বনদফতর। অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হয়েছে জাল ও ডলফিনের দেহাংশ। বর্ষায় চর বালাভূতে ডলফিন ঘুরে বেড়ানোর খবর এখন বিশ্ব বাংলা সংবাদ -এই প্রথম প্রকাশিত হয়েছিল। সেই কালজানি নদী থেকেই জাল ফেলে ডলফিন শিকার করে অভিযুক্ত জেলে। কালজানি নদী থেকে ২৫ কেজি ওজনের ডলফিন শিকারের পর তা আরেক মাছ বিক্রেতার কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ৷ ডলফিনের মাংস কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে সমীর শেখ নামে ওই ব্যাক্তির বিরুদ্ধে। ডলফিনটিকে ৬৫০০ টাকায় জেলে আক্কাস আলী শেখ গত রাতে সমীর শেখ নামে মাছ বিক্রেতার কাছে বিক্রি করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার সাথে যুক্ত আক্কাস আলী শেখ নামে জেলেকে পুলিশের সহযোগিতায় বনদফতর গ্রেফতার করে। তার বাড়ি তুফানগঞ্জ ১ ব্লকের দক্ষিণ চিলাখানা চরপাড়া এলাকায়।অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার তুফানগঞ্জ আদালতে তোলা হয়। বন্য প্রাণ ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। তবে এই ঘটনার সাথে যুক্ত অপর জন সমীর শেখ পলাতক রয়েছে।ডলফিনের মাংস মূলত পাচারের উদ্দেশ্য ছিল বলে বনদপ্তরের অনুমান।

প্রতি বছর বর্ষার মরশুমে ডলফিনের দেখা মেলে বালাভুতের কালজানি নদীতে। সেই সুযোগে ডলফিন শিকারের ছক কষেছিল অভিযুক্ত। মুলত চড়া দামের আশায় এই ডলফিন শিকার করা হয়। বন দপ্তরের আধিকারিক সুরঞ্জন সরকার জানান, বন্য আইন অনুয়ায়ী কড়া আইনী পদক্ষেপ নেওয়া হবে৷ অপর যে অভিযুক্ত ডলফিনের মাংস কেটে বিক্রি করেছিলেন তার নন খোজ শুরু হয়েছে। তাকে গ্রেপ্তার করলে আরও স্পষ্ট হবে এর পিছনে কোনো বড় চক্র আছে কিনা।

spot_img

Related articles

বাঁকুড়ায় গাড়িতে পাচার নির্বাচনের ফর্ম! তথ্য চুরিতে সরব মুখ্যমন্ত্রী

বিজেপির নেতারা যা বলছেন, দেখা যাচ্ছে দুদিন পরে নির্বাচন কমিশন সেই পদক্ষেপ নিচ্ছে। আবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ...

১২০ জনের কোয়ারেন্টাইন! নিপা ভাইরাস রুখতে তৎপর রাজ্য

সোমবারই বারাসাতে ধরা পড়েছে ২ নিপা ভাইরাস আক্রান্ত (Nipah Virus)। সেইদিন থেকেই কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করেছিল স্বাস্থ্য দফতর।...

নাম বাদ কেন? সরাসরি BLO-EROদের প্রশ্ন করুন: তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...