Thursday, August 21, 2025

ভুয়ো ইডি অফিসার সেজে প্রতারণার চেষ্টা সাংসদ শান্তনু সেনকে!

Date:

Share post:

ভুয়ো ইডি অফিসার সেজে এক ব্যক্তি প্রতারণার চেষ্টা করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। জানা গিয়েছে, তাকে ফোন করে এক ব্যক্তি ভুয়ো ইডি অফিসার বলে নিজেকে পরিচয় দেন। বছর ৩৮ এর ওই ব্যক্তি শান্তনু মিত্র নামে ফোন করে ইডি অফিসার পরিচয়ে। অভিযুক্তের আসল নাম চন্দন রায়। দমদমের ১৬৯, গোরক্ষবাসী লেনের বাসিন্দা । এই ব্যক্তির বাবার নাম সুবীর কুমার রায়। এই ঘটনায় লালবাজারে অভিযোগ দায়ের করেছেন সাংসদ শান্তনু সেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির -১৭০ /৪১৯ /৩৮৪ /৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

শহরে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভুয়ো আইপিএস অফিসার দেবাঞ্জন দেব। ভুয়ো সিবিআই অফিসার শুভদীপকেও গ্রেফতার করেছে পুলিশ। ভুয়ো সিবিআইয়ের আইনজীবী পরিচয় দেওয়া ব্যক্তি সনাতনকেও গ্রেফতার করেছে পুলিশ। শহর জুড়ে ভুয়ো পরিচয়ে দিয়ে মানুষককে প্রতারণা করছেন এরা। এ প্রসঙ্গে শান্তনু সেন বলেন , ‘‌এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(‌‌ইডি‌) অফিসার পরিচয়ে আমায় এক ব্যক্তি ফোন করে। ফোন করে প্রতরণা করার চেষ্টা চালায়। ইডি অফিসার পরিচয়ে ওই ব্যক্তি আমার থেকে টাকা চায়। ওই ব্যক্তি আমায় বলে ইডি সংক্রান্ত বিভিন্ন কাজে সাহায্য করবে। এবিষয়ে আমার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি লালবাজারে জানাই। অভিযোগ পেয়েই লালবাজারের গোয়েন্দারা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।’
অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসাররা। ভুয়ো ইডির পরিচয় দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসাররা। তাকে ধর্মতলার ১২বি বাসস্ট্যান্ডের সামনে থেকে গ্রেফতার করা হয় । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। এর পিছনে আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়েও তদন্ত করে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ওই ব্যক্তি ভুয়ো ইডি অফিসার সেজে আরও কতজনের সঙ্গে প্রতারণা করেছ সে বিষয়েও খোঁজ করছে পুলিশ। দ্রুত বিষয়টি জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা ।

 

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...