বাইরে বেরোলে মাস্ক (mask) পরতেই হবে এমন সরকারি বিধি তুলে দিতে চলছে ব্রিটিশ সরকার (UK)। চলতি মাসে লকডাউন উঠে গেলেই দেশবাসীকে এই স্বাধীনতা দেওয়া হবে। অর্থাৎ কেউ মাস্ক পরবে কি পরবেন না সেই সিদ্ধান্ত প্রত্যেকে নিজেই নেবে। মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকবে না। করোনাকালে নিজের ভাল-মন্দ বোঝার দায় এবার নাগরিকদের উপর এভাবেই ছাড়তে চায় বরিস জনসন প্রশাসন।

গত মাসেই ব্রিটেনে লকডাউন (Lockdown) সম্পূর্ণ তুলে দেওয়ার ভাবনা ছিল। কিন্তু ডেল্টা স্ট্রেনের প্রকোপে সেই সিদ্ধান্ত বাতিল করতে হয়। তবে শোনা যাচ্ছে, চলতি মাসের ১৯ তারিখে লকডাউন তুলে দেওয়া হতে পারে। এরপর শিথিল করা হবে করোনা-বিধিও (coronavirus restrictions)। এমনকি বাধ্যতামূলক থাকবে না মাস্ক পরাও। ব্রিটিশ মন্ত্রী রবার্ট জেনরিক জানিয়েছেন, ১৯ জুলাই সম্পূর্ণভাবে লকডাউন তুলে দেওয়ার কথা ভাবছে সরকার। এবার সাধারণ মানুষের হাতেই ব্যাপারটি ছেড়ে দেওয়া হবে। মাস্ক পরবেন কি পরবেন না, তার দায়িত্বও তাঁদেরই নিতে হবে। প্রসঙ্গত, জার্মানি, ইটালি-সহ ইউরোপের একাধিক দেশ এর আগেই মাস্ক পরার বিধি তুলে দিয়েছে। করোনা টিকাকরণের জেরেই জনগণকে এই ‘স্বাধীনতা’ দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্রিটেন।
