পেট্রোলের দাম সেঞ্চুরির পথে প্রতি লিটার। নাভিশ্বাস উঠছে আমজনতার। পাশাপাশি সরকারি বিধিনিষেধের জেরে বন্ধ ট্রেন (Train) চলাচল। পেট্রোল (Petrol) চালিত বাইকের বিকল্প হিসাবে তৈরি হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল। সিঙ্গুরের এক যুবক তৈরি করছেন ব্যাটারি চালিত সাইকেল (Cycle)।

পুরোন সাইকেলে চাইনিজ ইঞ্জিন ও ব্যাটারি লাগিয়ে দিব্যি চলছে সেটি। দূরদূরান্তে যাতায়াতের ক্ষেত্রে সাইকেলে প্যাডেল না চালিয়ে ফুরফুরে মেজাজে চালানো যাচ্ছে এই ব্যাটারি চালিত সাইকেল। দিনে দুঘণ্টা চার্জ দিলে 35 কিলোমিটার অনায়াসে যাতায়াত করা যাচ্ছে।

দূষণমুক্ত পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত সাইকেল আগামী দিনে পেট্রলের মূল্যবৃদ্ধি থেকে অনেকটাই সুরাহা হলে বলে আশা ক্রেতা থেকে বিক্রেতার।
আরও পড়ুন- JEE Main 2021 date: কবে হবে পরীক্ষা? দিন ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
