Thursday, August 28, 2025

শাহ সমবায়মন্ত্রীও, কেমন একটা আঁশটে গন্ধ, কণাদ দাশগুপ্তর কলম

Date:

Share post:

কণাদ দাশগুপ্ত

গত মঙ্গলবার নতুন এই মন্ত্রকটি গঠন করেছেন নরেন্দ্র মোদি। অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রকের মতো সাংঘাতিক গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রকও এটি নয়৷ নতুন এই মন্ত্রকের নাম, Ministry of Co- operation বা সমবায়মন্ত্রক৷

আর প্রথমবারই এই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের মেগাওয়েট স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। অমিত শাহ এখন থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় সমবায়মন্ত্রীও৷

রহস্য এখানেই এবং একাধিক প্রশ্নও আছে৷

প্রথম প্রশ্ন, পৃথক সমবায়মন্ত্রক গঠন করে প্রধানমন্ত্রী কি আরও একবার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল স্ট্রাকচারে আঘাত হানলেন ?

সংবিধানের সপ্তম তফসিলে স্পষ্ট বলা আছে, যে কোনও সমবায় সংস্থা রাজ্যের তালিকাভুক্ত৷ সমবায় সংস্থার ভালোমন্দ সবই রাজ্য সরকারের নিয়ন্ত্রণে৷ তাহলে রাজ্যের তালিকাভুক্ত কোনও ক্ষেত্রের জন্য দেশের প্রধানমন্ত্রী নিজের মন্ত্রিসভায় আলাদা মন্ত্রক কেন বানালেন? কেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল স্ট্রাকচারে ফের একবার পরিকল্পিত আঘাত হানা হলো ?

দ্বিতীয়ত, আর পাঁচটা নতুন ঘোষণার সময় যেমন বেলাগাম ভালো ভালো কথা বলা হয়, এই নতুন সমবায়মন্ত্রক ঘোষণার সময়ও তার ব্যতিক্রম হয়নি৷ কেন্দ্রের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে এই মন্ত্রকটি যে কোনও ধরনের প্রশাসনিক, আইনি ও নীতিগত সহায়তা দেবে। সমাজের তৃণমূলস্তরে সমবায় আন্দোলনকে পৌঁছে দিতে কাজ করবে এই মন্ত্রক।’ বলা হয়, ‘আগামী দিনে সমবায়ভিত্তিক উন্নয়ন খাতে বরাদ্দ নির্ধারণ ও ঘোষণার ক্ষেত্রেও নয়া মন্ত্রক সহযোগিতা করবে’৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক ট্যুইটেও জানান, ‘দেশের সমবায় আন্দোলনকে আরও শক্তপোক্ত করতে পৃথকভাবে প্রশাসনিক, আইনি ও নীতিগত সহযোগিতা প্রদান করবে নতুন এই মন্ত্রক’ ৷ কেন্দ্রের দাবি, সমবায় আন্দোলনে জোর দিয়ে একাধিক রাজ্যে ছড়িয়ে থাকা সমবায় সংস্থাগুলির উন্নয়ণের জন্যই পৃথক সমবায় মন্ত্রকের গঠন৷ সরকারি পরিভাষায় এর নাম ‘সহকারিতা মন্ত্রক’৷ এতদিন এই সব বিষয়গুলি কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের অধীনে ছিলো৷ এবার এসব দেখবেন শাহ৷

শুনতে খুবই ভালো কথাগুলি৷ তবে আকাশ থেকে চাঁদ পেড়ে আনার মতো কঠিন কিছু কাজও এসব নয়৷ তাই প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী এই মন্ত্রকের ভার অমিত শাহকে দেওয়ার পরই৷ মোদি মন্ত্রিসভায় বা দল হিসাবে বিজেপিতে ঘোষিত এই বাণী-র রূপায়ণ করার দক্ষতা একজনেরও নেই, এটা মানতে একটু সমস্যা তো হচ্ছেই৷ কেন এই ‘ছোটখাটো’ এক মন্ত্রকের ঠাণ্ডা মাথায় ছক কষে তুলে দেওয়া হলো অমিত শাহের মতো এক ‘মেগা’ মিনিস্টারের হাতে ? বহু রাজ্যেই আলাদা সমবায় দফতর আছে৷ সে সব রাজ্যের শাসক দলের এক বা দুই নম্বর ব্যক্তি এই দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী নন৷ কাউকে ছোট না করেই বলা যায় মন্ত্রিসভার তালিকার একটু পিছন দিকেই থাকেন এই দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী৷ তাহলে কেন অমিত শাহ ?

বিজেপি ইতিমধ্যেই বলা শুরু করেছে, আমেদাবাদের সমবায় ব্যাঙ্কের সঙ্গে অমিত শাহ দীর্ঘদিন যুক্ত ছিলেন৷ তিনি অভিজ্ঞ, তাই তিনি দেশের সমবায়মন্ত্রী৷

সরকারি ব্যাখ্যা যত সহজ বলে দেখানো হচ্ছে, বিষয়টি এত সহজ নয়৷ কেন্দ্রের আস্তিনে অন্য তাস লুকানো আছে বলেই রাজনৈতিক মহলের ধারনা৷ এভাবে আলাদা সমবায়মন্ত্রক গঠনের পিছনে সিঁদুরে মেঘ রয়েছে৷

কেন্দ্রের শাসক দলের পরম সুহৃদ নীরব মোদি, চোকসি, বিজয় মালিয়াদের সৌজন্যে ইতিমধ্যেই দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির গণেশ প্রায় উল্টেছে৷ একের পর এক এই ব্যাঙ্কের সঙ্গে সেই ব্যাঙ্ক মিশিয়ে, কিছু ব্যাঙ্ক তুলে দিয়েও মোদিবাবু পরিস্থিতি সামাল দিতে শোচনীয় ব্যর্থ হচ্ছেন৷ ওদিকে দেশের অর্থনীতির নৌকো ফুটো হয়ে হু হু করে জল ঢুকছে৷ টাকা কোথায় ?

টাকা আছে দেশের সমবায় ব্যাঙ্কগুলিতে৷ নিম্নবিত্তের টাকা৷ সেই টাকায় কি তাহলে চোখ পড়েছে কেন্দ্রের ? সে কারণেই ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো’ পিছনে বাঁশ ঢুকিয়ে আলাদা সমবায়মন্ত্রক? তাহলে কি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি লুঠ করার পর এবার সমবায় ব্যাঙ্কের সঞ্চিত অর্থ লুঠ করার কৌশল করেছে কেন্দ্র ? সেই চেষ্টারই প্রথম ধাপ নতুন এই সমবায়মন্ত্রক ? এবং বিষয়টি গুরুতর বলেই এই মন্ত্রকের দায়িত্বে অমিত শাহ ?

গোটা বিষয়টির গায়ে একটা আঁশটে গন্ধ রয়েছে৷ সেই গন্ধ ভেসেও বেড়াচ্ছে৷ এখন দেখার কোন পারফিউম দিয়ে সমবায়মন্ত্রী অমিত শাহ এই গন্ধ ঢাকা দেন !

আরও পড়ুন- নিশীথের বিরুদ্ধে 13টি ক্রিমিনাল কেস! টুইটারে বোমা ফাটালেন কুণাল 

 

spot_img

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...