দ্বিতীয়বার বাবা হলেন হরভজন সিং (Harbhajan Singh) ৷ শনিবার এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী গীতা বসরা। নিজের সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নেন ভাজ্জি। গত মার্চ মাসেই সুখবর দিয়েছিলেন হরভজন সিং জানিয়েছিলেন, আরও একবার বাবা হতে চলেছেন তিনি।

শনিবার ভাজ্জির সোশ্যাল মিডিয়ায় লেখেন,”ঈশ্বরের আশীর্বাদে সুস্থ সন্তান জন্ম নিয়েছে। গীতা ও বাচ্চা দু’জনই ভাল আছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদের ভালবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ। “সঙ্গে ক্যাপশনেই জানিয়েছেন, ছেলে হয়েছে তাঁদের।

অভিনেত্রী মডেল গীতাকে ২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন ৷ পরের বছর জন্ম হয় তাঁদের মেয়ে হীনায়ার ৷

আরও পড়ুন:রবিবার কোপার মেগা ফাইনালে জয়ই লক্ষ্য নেইমারের, ট্রফির খরা কাটাতে মরিয়া মেসির দল

