পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতেও উত্তরবঙ্গ নিয়ে বিজেপিকে বিঁধল তৃণমূল

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতেও তৃণমূল কংগ্রেস পৃথক উত্তরবঙ্গের ইস্যু তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমন করল। এদিনের কর্মসূচিতে বারবার উঠে এসেছে বিজেপির পৃথক উত্তরবঙ্গ গঠনের দাবি। সদ্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত নিশীথ প্রামানিক ও জন বার্লারও সমালোচনা করে তৃণমূল কংগ্রেস।

পেট্রোল-ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিহারে অবস্থান বিক্ষোভ করলেন রবীন্দ্রনাথ, পার্থপ্রতিম, উদয়নরা। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এদিকে শহরের ব্রাহ্ম মন্দিরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। অন্যদিকে দিনহাটা শহরের পাঁচমাথা মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে৷ উপস্থিত ছিলেন উদয়ন গুহ৷ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতে বিজেপির আলাদা উত্তরবঙ্গের দাবি নিয়ে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা ও নিশীথ প্রামানিককে কটাক্ষ করেছেন রবীন্দ্রনাথ পার্থপ্রতিম উদয়নরা।