Thursday, August 28, 2025

মন্ত্রীর সংখ্যা বেড়েছে, ভ্যাক্সিনের নয় ‘, মোদিকে ফের ভর্ৎসনা রাহুলের

Date:

Share post:

দেশের মানুষ (COVID-19 Vaccination) ভ্যাক্সিন পাছে না। আর কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Central ministry) মন্ত্রীর সংখ্যা বাড়ছে। ভ্যাকসিনেশনের ব্যর্থতা নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (prime minister Narendra Modi) তীব্র ভর্ৎসনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Congress leader Rahul Gandhi) । সম্প্রতি সম্প্রসারিত মন্ত্রিসভা (Cabinet ministerial Expansion)-র প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, “মন্ত্রীর সংখ্যা বাড়লেও করোনা টিকার সংখ্যা বাড়ল না।”

শীর্ষ আদালতে হলফনামা দিয়ে নরেন্দ্র মোদি সরকার জানিয়েছে যে, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের করোনা টিকাকরণের লক্ষ্য স্থির করেছে কেন্দ্র। কিন্তু যে গতিতে দেশের টিকাকরণ এগোচ্ছে, তাতে কেন্দ্রের দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে এই লক্ষ্য পূরণ সম্ভব নয় । এমনটাই দাবি রাহুল গান্ধীর। রবিবার তিনি এর প্রমাণস্বরূপ দৈনিক গড় টিকাকরণের একটি তালিকাও শেয়ার করেন তাঁর টুইটার হ্যান্ডেলে।

আর সেই পরিসংখ্যান স্পষ্ট বলে দিচ্ছে যে টিকাকরণ নিয়ে মোদি সরকার যে লক্ষ্য স্থির করেছে যায় তার থেকে বহু যোজন পিছিয়ে আছে কেন্দ্র। হ্যাশট্যাগ “হোয়্যার আর ভ্যাকসিন” (#WhereAreVaccine) ব্যবহার করে তিনি বলেন, “মন্ত্রীর সংখ্যা বাড়লেও ভ্যাকসিনের সংখ্যা বাড়েনি”। রাহুল গান্ধীর শেয়ার করা ওই তালিকায় বলা হয়েছে, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে দেশের ৬০ শতাংশ জনগণকেও যদি টিকার দুটি ডোজ় দিতে হয়, তাহলে দৈনিক ৮৮ লাখ টিকা দিতে হবে। কিন্তু সাতদিনে দেশে দৈনিক গড় টিকাকরণের সংখ্যা হল ৩৪ লাখের কাছাকাছি। অর্থাৎ লক্ষ্য পূরণ করতে গেলে দৈনিক যে পরিমান টিকাকরণের প্রয়োজন, তার থেকে ৫৪ লক্ষ টিকায় পিছিয়ে রয়েছে দেশ।

 

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...