Saturday, January 10, 2026

২২ মাসের শিশুর দেহে জিকা ভাইরাস? উদ্বেগ বাড়ছে কেরলে

Date:

Share post:

২২ মাসের এক শিশুর দেহে মিলল জিকা ভাইরাসের( jika virus) খোঁজ। সেইসঙ্গে ২২ বছরের এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি র খোঁজ মিলেছে। আর তারপরই জিকা ভাইরাস নিয়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়ালো জুড়ে। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভারতে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে।

কেরলে দিনকে দিন বাড়ছে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এদিন২২ মাসের একটি শিশু সহ নতুন করে আরও তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। এই নিয়ে কেরলে মোট জিকা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে হল ১৮। বাবা বাবা আর এর ফলে গোটা কেরল জুড়ে চূড়ান্ত সর্তকতা জারি করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ একটি বিবৃতিতে জানিয়েছেন, “২২ মাসের এক শিশুও জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও ৪৬ বছর বয়সী এক ব্যক্তি ও ২৯ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মীও জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজ্যে মোট ১৮ জন আক্রান্তের খোঁজ মিলেছে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, জিকা ভাইরাসের জন্য তিরুবনন্তপুরমে একটি পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে। ত্রিশূর, কোঝিকোড় মেডিক্যাল কলেজ এবং আলাপুজ্জায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতেও জিকা নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আপাতত দুটি ব্যাচে মোট ২৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেখানে ২৬টি ক্ষেত্রেই নেগেটিভ রিপোর্ট আসে। তৃতীয় ব্যাচে আটটি নমুনা পাঠানো হয়, তারমধ্যেই তিনজন আক্রান্তের খোঁজ মেলে।

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে,, পুণের এনআইভি থেকে ২১০০ টেস্ট কিট পাঠানো হয়েছে। এরমধ্যে এক হাজার কিট তিরুবনন্তপুরম, ৫০০টি আলাপুজ্জায় এবং ৩০০টি ত্রিশূর ও কোঝিকোড়ে পাঠানো হয়েছে। তিরুবনন্তপুরমে পাঠানো টেস্টকিটগুলির মধ্যে ৫০০টি ট্রিপলেক্স কিট একই সঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের নমুনা চিহ্নিতকরণে সক্ষম বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...