Monday, January 12, 2026

নির্দিষ্ট সময়ে ব্যবস্থা নিতে কড়া দলত্যাগ বিরোধী আইনের পথে কেন্দ্র, ইঙ্গিত স্পিকারের

Date:

Share post:

বিধায়ক হোক বা সাংসদ, দলত্যাগের পর পুরনো দলের সমস্ত রকম সুবিধা নেওয়ার ঘটনা নতুন নয়। যা নিয়ে সমস্যাও কম নেই। এই পরিস্থিতিতে লাগাম টানতে এবার দলত্যাগ বিরোধী আইনে সংশোধন (Anti defection law) আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। দলবদলুদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে ব্যবস্থা গ্রহণ করতেই আনা হবে এই সংশোধন। জানা যাচ্ছে, হয়তো আসন্ন বাদল অধিবেশনে(monsoon session) আসতে পারে এই বিল। আর সেই জল্পনা সোমবারই উস্কে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা(Om Birla)।

গত সোমবার সংসদে সাংবাদিক বৈঠকে দলত্যাগ বিরোধী আইন সংশোধনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন বিড়লা। এরপরই অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে। ওই সাংবাদিক বৈঠকে দলবদল সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ওম বিড়লা বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে দলত্যাগ বিরোধী আইন প্রক্রিয়া পালন হওয়া উচিত। আমি সরকারের কাছে অনুরোধ করব, যাতে তারা দলবদল সংক্রান্ত আইন সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণ করে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়।”

আরও পড়ুন:মুকুলকে কেন PAC চেয়ারম্যান? প্রতিবাদে ৮টি কমিটি থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের

বলার অপেক্ষা রাখে না এই আইন পাস হলে সারাদেশের জন্যই তা লাগু হবে। আর এখানেই উঠে আসছে বাংলার প্রসঙ্গ। সম্প্রতি মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর বিধানসভায় পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসেছেন। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্য বিজেপিকে। মূলত এই পদ কোনও প্রবীণ বিরোধী বিধায়কের জন্যই বরাদ্দ থাকে। সে দিক থেকে তৃণমূলে যোগ দিলেও খাতায়-কলমে মুকুল রায় বিজেপি বিধায়ক। ফলে পিএসি পদে বসায় আইনত কোনও সমস্যা নেই মুকুলের। তবে তিনি বর্তমানে তৃণমূলে যোগ দেওয়ায় নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। অন্যদিকে, নৈতিকতার পাঠ দেওয়া বিজেপিকে পাল্টা তৃণমূল প্রশ্ন ছুড়েছে তৃণমূলের টিকিটে সাংসদ হওয়া শিশির অধিকারী বিজেপিতে যোগ দিয়েও কেন সাংসদ পদ ধরে রেখেছেন? টালমাটাল এহেন পরিস্থিতি সামাল দিতেই নয়া এই আইনের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার।

 

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬৪তম জন্মদিবস উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলে এই...

বিজেপির দমননীতি তামিলনাড়ুতেও: সোমবার সিবিআই দফতরে থালাপতি বিজয়

বিরাট জমায়েত করে বিপুল জনসমর্থন নিয়ে জনসভার আয়োজন করেছিলেন অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা থালাপতি বিজয় (Thalapathy...

স্বামীজির সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেকের

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে সোমবার এদিন বেলা তিনটের সময় স্বামীজির কলকাতার শিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের...

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...