নিজের শুনানির কাজে আইনজীবী কাছে এসেছিলেন জনৈক তরুণ। কিন্তু আচমকা আদালতে (firing at Delhi court) গুলি চলল। গুলি লেগে সঙ্গে সঙ্গেই মৃত্যু হল তরুণের। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকায় (Delhi court, Dwarka) আদালতে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতর নাম উপকার। ওই আদালতে (Court) তার একটি মামলা চলছিল। সেই মামলার শুনানির কাজে সোমবার রাত ৯টা নাগাদ নিজের আইনজীবীর কাছে আসেন তিনি। ৪৪৪ নম্বর ঘরে অরুণ শর্মার চেম্বারের সামনে আসতেই আদালতে র ভিতরে গুলি চলে। কী কারনে এবং কেন এই গুলি চলল তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। প্রকাশ্যে আদালতে এইভাবে গুলির ঘটনা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। জানা গিয়েছে, কোনো একজন আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় কাছাকাছি বেশ কয়েকজন আইনজীবী ছিলেন। কিন্তু সম্ভবত লক্ষ্যভ্রষ্ট হয়।

অরুণ শর্মার চেম্বারে কাছাকাছি আসতেই ওই তরুণের গায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন উপকার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, গুলি চালানোর পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা।

তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে গুলি চালানোর ঘটনার সঙ্গে একজন আইনজীবী জড়িত। তাকে খুঁজছে পুলিশ। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় নড়েচড়ে বসেছেন পুলিশ কর্তারা। অভিযুক্তকে দ্রুতই খুঁজে বের করা হবে বলে আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ।
