Saturday, August 23, 2025

বাঙালির হারিয়ে যাওয়া কৃষ্টি-সংস্কৃতি-লোকাচার ফেরানোর উদ্যোগ ‘পান্থপাদপ’

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

এই ৭৬ বছরের জীবনে অন্তত ৭৬ হাজার স্বপ্ন দেখে ফেলেছেন শুভেন্দু মাইতি। এই স্বপ্নের পথ ধরেই একে একে মুক্তধারা, কিশলয়, আলাপ, প্রবাহ, লালন একাডেমি। এরকম কতশত সংগঠন গড়ে উঠেছে। তিনি নিজে বলছেন, এই পান্থপাদপ একটা খুব বড় স্বপ্নের ভিত্তিভূমি। যা হয়তো দুই বাংলার মানুষেরই বুকের কথা। আমাদের দুই দিকের বাঙালির মাঝের যে কাঁটাতার সেতো মাটিতে। মহাশূন্যে কে আর কাঁটাতার দিতে পেরেছে কবে? সেই মহাশূন্যেই মিলিত হবে ৩৩ কোটি বাঙালি। ভার্চুয়ালি একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে বাঙালির কোনও সীমানা থাকবে না, বিদ্বেষ থাকবে না। কাজটা কঠিন কিন্তু অবাস্তব না, অসম্ভব তো নয়ই। মহাশূন্যে মহামিলনের ভিত্তি শান্তিনিকেতনে গড়ে ওঠা পান্থপাদপ। আপাতত ১৬ বিঘা জমির ওপর গড়ে ওঠা বাঙালির সাংস্কৃতিক পীঠস্থান। অর্থের যোগান দিচ্ছেন সারা বিশ্বের আপামর বাঙালি।

নিশ্চয়ই ভাবছেন কী কী থাকবে এই পান্থপাদপে ?
এই গোটা প্রকল্পটির রূপদান করছেন বিশিষ্ট ভাস্কর রূপচাঁদ কুন্ডু। তিনিই এই প্রকল্পের রূপকার। মঙ্গলবার প্রকল্পের শিলান্যাসের সাথে সাথে স্বপ্নের বাস্তবায়নের সূচনা হয়েছে মাত্র।
এই পান্থপাদপ অলঙ্কৃত হবে :
১। চারটি মূল্যবান সংগ্রহশালা।
২। একটি উন্নত মানের স্টুডিও( সহজ মানুষ), শক্তিশালী ওয়েব পোর্টাল এর মাধ্যমে সারা বিশ্বের মানুষের সঙ্গে সংযোগ স্থাপিত হবে এই প্রতিষ্ঠানের সঙ্গে।
৩। একটি মুক্তমঞ্চ। ( ২০০-৩০০ আসন যুক্ত)
৪। গ্লাসহাউস (আড্ডাজোন ); ট্রি-কফি হাউস।
৫। শিশুদের বিনোদন পার্ক (আবোল তাবোল এর দেশ)।
৬। প্রশিক্ষণ কেন্দ্র।
সমগ্র প্রকল্প টি হবে পরিবেশ বান্ধব।
খোদ শুভেন্দু মাইতি বলছেন, আমরা ৩৩ কোটি বাঙালি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। তাদেরকে যদি একসূত্রে বাঁধা যায়, তা একমাত্র সম্ভব মহাকাশে। আর সেই স্বপ্ন নিয়ে শিলান্যাস হয়েছে পান্থপাদপ- এর। আমাদের সংস্কৃতি, আমাদের লোকাচার, আমাদের কবিতা ,গান ,নাটক সবকিছু থেকে আমরা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি. কিন্তু পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন তাদের মধ্যে কেউ না কেউতো সৃষ্টি করছে? এই সবকিছুকেই এক সূত্রে বাঁধতে এই উদ্যোগ । অনেকদিনের ভাবনা থেকে বোলপুরের মাটিতে আজকের এই পান্থপাদপ-এর শিলান্যাস । তিনি বলেন, সংগ্রহশালাটি প্রয়াত সুশীল চট্টোপাধ্যায়ের। এখানে পাঁচটি সংগ্রহশালার মধ্যে অ্যান্টিক জিনিসের সংগ্রহশালা অত্যন্ত মূল্যবান। শিশির কুমার মুখোপাধ্যায় তার সারা জীবনের প্রায় সাড়ে ৬ হাজার অ্যান্টিক কালেকশন  আমাদের এই সংগ্রহশালায় দিচ্ছেন। আমার ব্যক্তিগত সংগ্রহে আছে ৮ হাজার গ্রামোফোন রেকর্ড, ৫-৬ টি কলের গান , ৬ লক্ষ পিন। সবই থাকবে । লোকনাট্যের সংগ্রহশালা, আদিবাসী সমাজের ব্যবহৃত বাদ্যযন্ত্রের সংগ্রহশালা, মহিলাদের সাজসজ্জার সংগ্রহশালা থাকবে । বাঙালির হারিয়ে যাওয়া সমস্ত সংস্কৃতিকে শুধুমাত্র সংগ্রহ করাই নয়, হারিয়ে যাওয়া লোকাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করব আমরা। আমাদের গান, আমাদের সংস্কৃতি যাতে হারিয়ে না যায়। সবকিছুকে নতুন করে ফের চর্চায় নিয়ে আসার লক্ষ্য নিয়েই এই পান্থপাদপ।

পান্থপাদপ সম্পর্কে প্রকল্পের রূপকার শিল্পী রূপচাঁদ কুন্ডুর বক্তব্য, আমি শিল্পী হিসেবে স্বপ্ন দেখতে ভালবাসি তার থেকেও বেশি ভালোবাসি স্বপ্নকে বাস্তবায়িত করতে। যে গুরুদায়িত্ব ভার আমার উপর দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব পান্থপাদপ-এর মাধ্যমে তাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...