Tuesday, May 20, 2025

৪০ হাজারের গণ্ডি ছাড়িয়ে ফের দেশে উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, বাড়ছে সক্রিয় রোগীও

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে ফের দেশে উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ।গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। তবে গত কয়েকদিনের তুলনায় মৃত্যু অনেকটাই কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৮১ জন কোভিড রোগীর। এ নিয়ে মোট ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

এমনকি চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যাও। একটানা বেশ কিছুদিন দেশে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত ছিল। তাতেও পরিবর্তন এসেছে।  গত ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার সক্রিয় রোগী বেড়েছে। দেশে এখন মোট ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন সক্রিয় রোগী রয়েছেন।

রাজ্য ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণের হার অনান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। ত ২৪ ঘণ্টায় কেরলে নতুন আক্রান্ত ১৫ হাজার ৬৩৭ এবং মহারাষ্ট্রে ৮ হাজার ৬০২ জন। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে তা আড়াই হাজার।

অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের অসম ও অনান্য রাজ্যগুলির অবস্থাও বেশ উদ্বেগজনক। অসমে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ বেশি। মণিপুরেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন  ১ হাজার ১০৪। এছাড়াও ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরামে রোজই সংক্রমণ হচ্ছে।

spot_img

Related articles

দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, এখনই কমবে না গরম

নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষা ঢুকবে। তবে প্রাক বর্ষায় রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ জেলায়...

কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, নদিয়ায় বাস-চারচাকার সংঘর্ষে মৃত ৬!

মঙ্গলের সকালে নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান মাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গেছে, এদিন সকাল...

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

পূর্ব মেদিনীপুরের তমলুক ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা...

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...