Wednesday, August 20, 2025

শহর জুড়ে ভেজাল পোস্তর রমরমা, মেশানো হচ্ছে ভাজা সুজি, পাখির খাবার!

Date:

Share post:

অন্যান্য জিনিসের সঙ্গে বাঙালির প্রিয় পোস্তর দাম সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে। কারণ,পোস্ত এখন বলা যেতে পারে সোনার মতোই দামি।  বর্তমানে   পোস্তর কেজি ২ হাজার আবার কোথাও ২হাজার ২০০ টাকা ।স্বাভাবিক ভাবেই কার্যত লকডাউনের বাজারে হেঁসেলে পোস্তর প্রবেশ শেষ কবে হয়েছিল, তা বলতে রীতিমতো চিন্তাভাবনা করতে হচ্ছে । কিন্তু মুষ্টিমেয় যারা এত দাম দিয়ে পোস্ত কিনছেন, তারা কী সত্যিই সঠিক পোস্ত হাতে পাচ্ছেন ? সাম্প্রতিক একটি অভিযান কিন্তু অন্য কথা বলছে। পোস্তর কালোবাজারি এই শহরেই যে জায়গায় পৌঁছেছে তা জানলে আপনিও অবাক হবেন ।
বড়বাজারের পোস্তা এলাকায় গোডাউনে চলছিল ভেজাল পোস্তর রমরমা কারবার ৷ গোপন সূত্রে সেই খবর পেয়েই বুধবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখানে হানা দেয় ৷ সেখানেই মেলে ভেজাল পোস্তর হদিশ। পুলিশের অনুমান এই চক্র, পোস্তর সঙ্গে এই ধরণের পদার্থ মিশিয়ে সেগুলো নামি ব্র্যান্ডের প্যাকেটে ভরে সেগুলি চালান করত বাজারে৷

এছাড়াও নামি-দামী ব্র্যান্ডের প্যাকেট ও সিল করার মেশিন ও উদ্ধার করা হয়েছে ৷
অথচ গ্রাহকের চোখে ধুলো দিতে পোস্তর প্যাকেটের বাইরে লেখা ‘নকল হইতে সাবধান’। কিন্তু প্যাকেটের ভিতরে যে পোস্ত রয়েছে তার অর্ধেকের বেশিই ভেজাল। অর্থাৎ পোস্তর সঙ্গে মেশানো রয়েছে ভাজা সুজি, পাখির খাবার।

এই ভেজাল পোস্তর রমরমা এখন শহর ও শহরতলিতে ।
জানা গিয়েছে, পোস্ততে ভেজাল মেশানোর পর বিভিন্ন ব্র্যান্ডের ছোট ছোট প্যাকেটে ভরে পাইকারি ও খুচরো বাজারে তা বিক্রি করা হচ্ছে ।

এবার পাকেজিংয়ের পালা। ভেজাল পোস্ত তৈরির পর স্বয়ংক্রিয় মেশিনে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্যাকেটে ভরে নেওয়া হচ্ছে । এরকম ছোট ছোট প্যাকেটে ভরার পর বাজারে বিক্রি করা হচ্ছে । প্রত্যেক প্যাকেটের উপরেই লেখা ‘নকল হইতে সাবধান’।

আসলে সুজির থেকেও কম দাম পাখির দানা খাবারের। তাই পোস্তর সঙ্গে সুজি ও পাখির খাবার মেশানো হচ্ছে ।
ইবি সূত্রে খবর, ভেজাল পোস্ত তৈরির কারখানায় হানা দিয়ে ৭৫ কেজি ভেজাল পোস্ত, ১০০ কেজি পাখির খাবার, ২০০ কেজি সুজি, ৩০০ কেজি পোস্ত দানা বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট ও প্যাকেজিং মেশিন। বাজেয়াপ্ত করা ভেজাল পোস্ত পাঠানো হয়েছে পরীক্ষাগারে।

 

spot_img

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...