Wednesday, August 20, 2025

বিজেপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ১০০ কৃষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Date:

Share post:

রাষ্ট্রদ্রোহ আইনের(sedition law) যৌক্তিকতা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত(Supreme Court)। এই আইনের অপব্যবহার হচ্ছে এমনটা স্পষ্ট ভাবে জানানো হয়েছে আদালতের তরফে। এরই মাঝে বৃহস্পতিবারই প্রকাশ্যে এল তার জ্বলন্ত প্রমাণ। হরিয়ানায়(Haryana) এক বিজেপি নেতার গাড়িতে কৃষকদের হামলার ঘটনায় ১০০ জন কৃষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করল হরিয়ানা সরকার। অভিযোগ, হরিয়ানার ডেপুটি স্পিকার তথা বিজেপি(BJP) নেতা রনবীর গাংওয়ারের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে। যার ফলেই দায়ের হয় এই মামলা।

গত ১১ জুলাই হরিয়ানার সিরসা এলাকায় ঘটেছিল এই হামলার ঘটনা। সেদিনই কৃষকদের বিরুদ্ধে প্রাথমিকভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়। রাষ্ট্রদ্রোহ ছাড়াও যে সমস্ত অভিযোগ হরিয়ানা সরকারের তরফে দায়ের করা হয়েছিল তা হল খুনের চেষ্টা, জনপ্রতিনিধিকে সামাজিক কাজে বাধা দেওয়ার মত নানা অভিযোগ। এই মামলায় ধরো চরণ সিং ও প্রহ্লাদ সিংয়ের মতো কৃষক নেতাদের নামও যোগ করা হয়। তবে এই ধরনের ঘটনাতে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা কতখানি যুক্তিযুক্ত তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:মোর্চা ছাড়লেন, এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন বিনয় তামাং

উল্লেখ্য, বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকারের কাছে দেশের শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে স্বাধীনতার ৭৫ বছর পরেও রাষ্ট্রদ্রোহীতার আইন কতখানি যুক্তিযুক্ত তা নিয়ে। শীর্ষ আদালতের বিচারপতি বলেন, এই আইন ব্রিটিশ শাসনে স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য প্রয়োগ করা হতো। মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলকরা এই আইনের আওতায় জেলবন্দি হয়েছিলেন। এত বছর পরও এই মামলার কোনো যৌক্তিকতা আছে কি? উদাহরণ টেনে বলা হয় একটা কাঠ কাটার জন্য যা আনা হয়েছিল তা দিয়ে পুরো জঙ্গল সাফ করা হচ্ছে। এই আইনে আধিকারিকদের কোনওরকম জবাবদিহি করতে হয় না। সব মিলিয়ে এই আইন দেশের গণতন্ত্রের জন্য বিপদজনক বলেও ইঙ্গিত দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি।

 

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...