Thursday, August 28, 2025

RSS-এ চলে যান, দলে আপনাদের প্রয়োজন নেই: বিদ্রোহীদের স্পষ্ট বার্তা রাহুলের

Date:

Share post:

সাম্প্রতিক পরিস্থিতি ও ভারতীয় জনতা পার্টির(BJP) বিরুদ্ধে লড়াই করতে যারা ভয় পান তারা দল ছাড়তে পারেন। দলের বাইরে এমন অনেক নেতা রয়েছেন যারা সাহসী। তাদের দলে আনতে হবে। শুক্রবার এমনই বার্তা দিলেন সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। দলের আইটি সেলের কর্মীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Jyotiraditya sindhiya) উদাহরণ টেনে আনেন রাহুল। জানান, বিজেপির ভয়ে ভীত হয়ে কংগ্রেসের(Congress) বাইরে চলে গিয়েছেন জ্যোতিরাদিত্য।

রাহুল গান্ধী বলেন, “এমন অনেক লোক রয়েছে যারা সাহসী কিন্তু কংগ্রেসের বাইরে রয়েছে। এই সমস্ত লোককে দলে ফিরিয়ে আনতে হবে। এবং যারা আমাদের দলে রয়েছেন অথচ ভীতসন্ত্রস্ত তাদের দলের বাইরে করতে হবে।” তিনি আরো বলেন, “এইসব ভীতু লোকেরা আরএসএস-এর লোক। তাদের দলের বাইরে পাঠান এবং আনন্দ নিতে দিন। দলে তাদের কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার নির্ভীক মানুষের। এটাই আমাদের বিচারধারা। আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই।” এরপরই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উনি ভয় পেয়েছিলেন, নিজের ঘর বাঁচাতে চেয়েছিলেন। তাই আরএসএস- এ চলে গেছেন।”

আরও পড়ুন:‘ভাগ মুকুল ভাগ’এর প্রবক্তা সিদ্ধার্থনাথ ফের কলকাতায়, শুভেন্দুর সঙ্গে আলিঙ্গন

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। যে তালিকায় সিন্ধিয়া জিতিন প্রসাদের মত পুরনো নেতারাও রয়েছেন। এহেন পরিস্থিতিতে রাহুল গান্ধীর এমন বার্তা রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই প্রথমবার দলের আইটি সেলের সঙ্গে ৩,৫০০ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন রাহুল।

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...