ফের দিল্লিযাত্রা ধনকড়ের, NHRC-র রিপোর্টের কথা জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রকে

মাঝে কিছুদিনের বিরতি, ফের দিল্লি রওনা হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আজ, শনিবার সকালেই দিল্লির উড়ানে যাত্রী হয়েছেন ধনকড়৷ সূত্রের খবর, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশন বা NHRC যে রিপোর্ট পেশ করেছে, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা করতেই তাঁর এই দিল্লি সফর৷ রাজনৈতিক মহলের ধারনা, এই রিপোর্ট নিয়ে কয়েক পা এগোতে চাইছে দিল্লি৷ এবং তা করতে চাইছে ধনকড়কে সামনে রেখেই৷ ওদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত৷ রিপোর্টের বৈধতা এবং সত্যতা চ্যালেঞ্জ করে আদালতে পা রাখার কথা বিবেচনা করছে শাসক দল৷

আরও পড়ুন:RSS-এ চলে যান, দলে আপনাদের প্রয়োজন নেই: বিদ্রোহীদের স্পষ্ট বার্তা রাহুলের

 

Previous articleRSS-এ চলে যান, দলে আপনাদের প্রয়োজন নেই: বিদ্রোহীদের স্পষ্ট বার্তা রাহুলের
Next article২১ জুলাইয়ের আগে তামিলনাড়ু জুড়ে ‘’মমতা আম্মা’’ নামে দেওয়াল লিখন