Saturday, January 10, 2026

‘বাংলাদেশি কেন ভারতের মন্ত্রী’? নিশীথ ইস্যুতে তোপ ডেরেকের

Date:

Share post:

‘নিশীথ প্রামাণিক(Nishith Pramanik) ভারতীয় নন, তিনি বাংলাদেশের(Bangladesh) নাগরিক।’ সম্প্রতি এমনটাই দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অসমের কংগ্রেস সাংসদ রিপুন বোরা(Ripun Bora)। এই নাগরিকত্ব ইস্যুতেই এবার ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব বিতর্ক সংসদে উত্থাপন করা হবে বলে সোমবার জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। এর পাশাপাশি রাজ্যসভাতেও তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, ‘উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী একজন বাংলাদেশি।’

সোমবার ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করে নিশীথের নাগরিকত্ব ইস্যুতে ডেরেক ও’ব্রায়েন বলেন, “বাংলাদেশের কোনও নাগরিক ভারতের মন্ত্রী হতে পারেন না আমরা সংসদে এই ইস্যু তুলে ধরব। সংসদে প্রতিমন্ত্রী হিসেবে যিনি শপথ নিয়েছেন তিনি ভারতের নাগরিক নন।” এছাড়াও বাদল অধিবেশন প্রসঙ্গে কেন্দ্রীয় শাসক দলকে তোপ দেগে ডেরেক বলেন, “দেশের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে সরকার কোনরকম আলোচনা চাইছে না। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচনা চেয়ে তৃণমূল নোটিশ দিলেও সরকার আলোচনা থেকে পালাচ্ছে।”

আরও পড়ুন:পরিচয়পর্বে বাধা: ক্ষুব্ধ মোদি বললেন, ‘দলিত- মহিলা মন্ত্রী অনেকের সহ্য হচ্ছে না’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রিপুন বোরার দাবি, বেশ কিছু সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে নিশীথ প্রামাণিক আদতে একজন বাংলাদেশি নাগরিক। মোদী মন্ত্রিসভার কনিষ্ঠতম এই মন্ত্রীর জন্মস্থান হরিনাথপুর। যা বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার অন্তর্গত। শুধু তাই নয়, নিশীথ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে একটি কম্পিউটার কোর্স করতে এসেছিলেন। ভারতে এসে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর দল বদলে বিজেপিতে যোগ দিয়ে তিনি সাংসদ হন। এমনকি নিজের নির্বাচনী হলফনামায় কোচবিহারের ঠিকানা সম্পর্কে ভুয়ো তথ্য করেছেন তিনি। এই ইস্যুতেই এবার কেন্দ্রকে নিশানা করার কৌশল নিয়েছে জোড়া ফুল শিবির।

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...