পেগাসাস-ডেঞ্জারাস-ফেরোসাস: ফোন হ্যাকিংয়ে সুপ্রিম হস্তক্ষেপের আবেদন মমতার

পেগাসাস নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি অভিযোগ করেন, “আমাদের ফোন শুধু ট্যাপ করা হচ্ছে না, রেকর্ডও করা হচ্ছে”। এরপরেই সুর চড়িয়ে তিনি বলেন, “পেগাসাস-ডেঞ্জারাস-ফেরোসাস”।

তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, “আমার-আপনার সবার ফোন পেগাসাসের নামে ট্যাপ (Tap) করা হচ্ছে। আমার ফোন, অভিষেকের ফোন, পিকের ফোন ট্যাপ হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। কাউকে ফোন করতে পারি না। ফোন ট্যাপ হয়। রাজনৈতিক নেতা থেকে বিচারপতি- সবার ফোন ট্যাপ হচ্ছে”।

এরপরেই নিজের ফোনটা দেখান মমতা। সেটার ক্যামেরার উপর টেপ লাগানো। তিনি বলেন, “ফোনের ক্যামেরায় প্লাস্টার (Plaster) লাগিয়ে দিয়েছি। কেন্দ্রীয় সরকারেও প্লাস্টার লাগানোর সময় এসেছে”।

”দেশে গোয়েন্দাগিরি চলছে। মিনিস্টারের ফোনেও পেগাসাস। সব বিচারপতিদের ফোন ট্যাপ হচ্ছে। বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে” বলে অভিযোগ করে মমতা বলেন, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করুক। তা না হলে অনন্ত একটা সিট গঠন করা হোক, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই ফোনে আড়িপাতার তদন্ত করবে।

”দেশের গণতন্ত্র নষ্ট করছে বিজেপি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। বিচারব্যবস্থাই গণতন্ত্রকে বাঁচাতে পারে” মন্তব্য করেন মমতা।