Sunday, August 24, 2025

শিক্ষকদের সুবিধামতো বদলির জন্য চালু ‘উৎসশ্রী’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শিক্ষকদের বাড়ির কাছে বা নিজের জেলায় বদলির জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের। এবার ‘উৎসশ্রী’ (Utshashree) পোর্টাল (portal) চালু হচ্ছে বাংলায়। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

বৃহস্পতিবার, নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষকদের জন্য চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প। যাঁরা নিজেদের জেলায় বদলি চান বা বাড়ির সামনে কোনও স্কুলে যেতে চান- তাঁদের ক্ষেত্রে এই প্রকল্প কাজে আসবে। তবে দশজনে যদি এক জায়গায় চান, সেটা তো সম্ভব নয়। এটা অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করতে হবে”।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন শিক্ষকদের যাতে দূরে যেতে না হয় তার ব্যবস্থা করা হবে। উৎস শ্রী পোর্টালে শিক্ষকরা নিজেরাই বদলির আবেদন করতে পারবেন বলে জানান মমতা। শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী বলেন, “যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।”

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, 16 অগাস্ট থেকে 15 সেপ্টেম্বর ফের চালু হবে দুয়ারে সরকার প্রকল্প। সেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী খাদ্য সাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার- সবকিছুর জন্য আবেদন করা যাবে। পয়লা সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলেও জানান মমতা।

ভোটের আগে তৃণমূলের ইস্তেহারে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে সেই সমস্ত প্রতিশ্রুতি যত দ্রুত সম্ভব পালন করছেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু এইসব প্রকল্পের পরে এবার চালু হয়ে গেল লক্ষ্মীর ভান্ডারও।

আরও পড়ুন:পেগাসাস কাণ্ড নিয়ে মোদি-শাহর জবাবের দাবিতে সংসদে সোচ্চার তৃণমূল!

 

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...