Wednesday, August 27, 2025

রাজভবনে রাজ্যপাল-স্পিকার ইতিবাচক আলোচনা, দাবি দু’জনেরই

Date:

Share post:

বিধানসভার (Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁর ডাকে সাড়া দিয়ে শুক্রবার বিকেল রাজভবনে (Rajbhavan) সাক্ষাৎ হয় দু’জনের। প্রায় ঘণ্টাখানের সাক্ষাতের পর রাজভবন ছাড়েন বিমান বন্দ্যোপাধ্যায়। ছোট্ট প্রতিক্রিয়ায় তিনি শুধু বলেন, “বিধানসভা সংক্রান্ত কাজ নিয়ে আলোচনা হয়েছে। এবং সেই আলোচনা সদর্থক।
অন্যদিকে এই সাক্ষাৎ নিয়ে রাজ্যপাল টুইট করে জানান, বিধানসভার স্পিকার রাজভবনে এসেছিলেন। মানুষের স্বার্থে  বেশকিছু গঠনমূলক বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়। গণতান্ত্রিক দেশে যে কোনও সাংবিধানিক প্রতিষ্ঠান পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে মসৃণভাবে পরিচালিত হয়। স্বাস্থ্যকর আলোচনার মাধ্যমে যে কোনও বিষয় সুসংবদ্ধ ভাবে এগিয়ে চলে।
প্রসঙ্গত, রাজ্য বিধানসভার স্পিকারের কাজে অসন্তোষ প্রকাশ করে সম্প্রতি সরাসরি তাঁকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল, রাজ্যপাল পদের অপমান করেছেন স্পিকার। শুধু তাই নয়, বিধানসভার অধিবেশনের শুরুতে তাঁর ভাষণ সম্প্রচার বন্ধ করা হল কেন, স্পিকারকে চিঠিতে সে কথাও উল্লেখ করেছিলেন রাজ্যপাল।
আবার রাজ্যপালের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন। ফলে সাম্প্রতিক অতীতে রাজ্যপালের সঙ্গে স্পিকারের যে ‘’সঙ্ঘাত’’-এর  আবহ তৈরি হয়েছিল, তার মাঝে এদিন রাজভবনে দু’জনের সাক্ষাৎ খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...