Monday, August 25, 2025

মার্কিন চর সন্দেহে আফগান যুবকের শিরচ্ছেদ করল তালিবানরা

Date:

Share post:

আফগানিস্তানে মার্কিন সেনার অনুবাদক(translator) হিসেবে কাজ করা দোভাষী সোহেল পার্দিসের শিরশ্ছেদ করল তালিবান জঙ্গিরা(taliban terrorist)। নিশংস এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো আতঙ্কে রয়েছেন আফগানিস্তানে(Afghanistan) মার্কিন সেনার(American army) হয়ে কাজ করা প্রায় ১৮ হাজার আফগানি।

জানা গিয়েছে, ঈদ উপলক্ষে বোনকে বাড়ি আনতে সোহেল আফগানিস্তানের রাজধানী কাবুল(Kabul) থেকে খোস্ত প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে তালিবান জঙ্গিরা সোহেলের পথ আটকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালিবানরা সোহেলের গাড়ি আটকানোর পর সোহেলকে গাড়ি থেকে রীতিমতো ধাক্কা মেরে বাইরে নিয়ে আসে। এরপর রাস্তাতেই তাঁর শিরচ্ছেদ করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গত ১২ মে। এই ঘটনার একদিন আগেই সোহেল জানিয়েছিলেন, তিনি তালিবানের তরফে খুনের হুমকি পেয়েছেন। ‌

আরও পড়ুন:প্রতিবাদের মধ্যেই শুরু টোকিও অলিম্পিক্স, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা হাতে মনপ্রীতরা

জানা গিয়েছে, মার্কিন সেনা আফগানিস্তানে থাকাকালীন সোহেল মার্কিন সেনার হয়ে অনুবাদকের কাজ করতো। সোহেলের বন্ধু আব্দুল্লাহ আউবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, “সোহেলকে তালিবানরা জানায়, সোহেল নাকি আমেরিকার গুপ্তচর। ফলে তাঁকে এবং তাঁর গোটা পরিবারকে খুন করা হবে।” যদিও গত জুন মাসে তালিবানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, মার্কিন বাহিনী আফগানিস্তানে থাকাকালীন তাদের হয়ে কাজ করা আফগান ব্যক্তিদের কোনওরকম ক্ষতি করা হবে না। তা সত্ত্বেও চলছে এই ধরনের নৃশংস হত্যা। তবে এ প্রসঙ্গে তালিবানের মুখপাত্র সিএনএনকে জানায়, ‘কী ঘটেছে আমি জানি না। তবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটাও ঠিক, কিছু ঘটনা এমন ভাবে দেখানো হচ্ছে যা আদৌ ঘটেনি।’ এদিকে নৃশংস হত্যাকাণ্ডের পর রীতিমতো আতঙ্কিত মার্কিন সেনার হয়ে কাজ করা আফগানিস্তানের বাসিন্দারা।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...