রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা (rainy day) । আলিপুর আবহাওয়া দফতর(Alipur weather office) জানিয়েছে, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপরে একটি গভীর নিম্নচাপ অক্ষরেখা (depression line spreaded from Odisha to jharkhand) রয়েছে। তার জেরেই কলকাতা-মহানগর সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে।

গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। সারাদিন ধরে কখনও ঝিরি ঝিরি কখনো আবার কখনও মুষল ধারে বৃষ্টি হয়েছে । আর রাতের দিকে সেই বৃষ্টিই ভারী থেকে অতি ভারী বর্ষণে পরিনত হল। যার জেরে প্রায় জলবন্দি হয়ে পড়ল মহানগরীরর বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু জল, কোথাও জল উঠেছে কোমর পর্যন্ত। মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। তার সাথে চলবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতাতেও প্রধানত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই বৃষ্টি।
